ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিউইয়র্কে ডাকাত ধাওয়া করতে গিয়ে বাংলাদেশী তরুণ গুলিবিদ্ধ

প্রকাশিত: ০৮:৪৬, ২০ নভেম্বর ২০১৮

নিউইয়র্কে ডাকাত ধাওয়া করতে গিয়ে বাংলাদেশী তরুণ গুলিবিদ্ধ

বিডিনিউজ ॥ নিউইয়র্কে এক মুদি দোকান থেকে টাকা লুটে নিয়ে পালাতে থাকা ডাকাতদের ধরতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন প্রবাসী বাংলাদেশী তরুণ রাসেল আহমেদ। শনিবার রাতে বাংলাদেশী অধ্যুষিত এস্টোরিয়ার বনফুল সুপার মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। সাহসিকতার গল্প স্থানীয় টেলিভিশনগুলোর খবরেও এসেছে। বনফুল এবং আশপাশের সিসি ক্যামেরার ভিডিও পর্যবেক্ষণ করে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, তিন দুর্বৃত্ত পুলিশ পরিচয় দিয়ে ওই ডাকাতিতে অংশ নেয়। পুলিশের ‘ব্যাজ’ দেখিয়ে তারা বলে, দোকানে জাল টাকা আছে। এক পর্যায়ে তারা এক দোকানের ক্যাশ থেকে প্রায় দুই হাজার ডলার তুলে নিয়ে চম্পট দেয়। দোকান কর্মচারী আবদুল কুদ্দুস বলেছেন, ক্যাশ থেকে টাকা নেয়ার সময় তিনি বুঝতে পারেন ওরা পুলিশ নয়, ডাকাত। কিন্তু তাদের হাতে পিস্তল দেখে তিনি ঘাবড়ে যান। ডাকাতরা টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে বুঝতে পেরে মালিকের শ্যালক রাসেল তাদের পিছু ধাওয়া করেন। একপর্যায়ে এক ডাকাত পিস্তল থেকে গুলি ছুড়লে রাসেলের পায়ে লাগে। এরপর তিন ডাকাত একটি ভ্যানে চলে পালিয়ে যায়। রাসেলকে ভর্তি করা হয়েছে এলমহার্স্ট হাসপাতালে।
×