ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘আমব্রেলা মুভমেন্টে’ অংশগ্রহণের অভিযোগ

হংকংয়ে গণতন্ত্রকামী নেতাদের বিচার শুরু

প্রকাশিত: ০৪:২৮, ২০ নভেম্বর ২০১৮

 হংকংয়ে গণতন্ত্রকামী  নেতাদের বিচার শুরু

হংকংয়ের তিন শীর্ষস্থানীয় গণতন্ত্রকামী নেতা সোমবার আদালতে আত্মসমর্পণ করে নিজেদের নির্দোষ দাবি করেছেন। রাজনৈতিক সংস্কারের দাবিতে র‌্যালিতে যোগ দেয়ায় তাদের বিরুদ্ধে জনস্বার্থ বিঘ্নিত হওয়ার অভিযোগ আনার প্রেক্ষিতে তারা নিজেদের নির্দোষ দাবি করলেন। চীনের কঠোর নিয়ন্ত্রাধীন আধা স্বায়ত্তশাসিত শহরটিতে বিরোধীদের জন্য স্থান তৈরিতেই ওই রাজনৈতিক সংস্কারের ডাক দেয়া হয়। এএফপি। ২০১৪ সালে ‘আমব্রেলা মুভমেন্ট’ বিক্ষোভে অংশ নেয়ার জন্য যে নয় কর্মীর বিরুদ্ধে জনস্বার্থ বিঘ্নিত হওয়ার অভিযোগ আনা হয়েছে এই তিন নেতৃত্তাস্থানীয় কর্মী তাদের মধ্যে অন্যতম। ঔপনিবেশিক আমলের আইনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে এবং এর ফলে তাদের ৭ বছর করে কারাদন্ড হতে পারে। সমাজবিজ্ঞানের অধ্যাপক চ্যান কিন-মান (৫৯), আইনের অধ্যাপক বেনি তাই (৫৪) ও ব্যাপ্টিস্ট মন্ত্রী চু ইউ-মিং (৭৪) ২০১৩ সালে ‘ওকিউপাই সেন্ট্রাল’ আন্দোলন শুরু করেছিলেন এবং শিক্ষার্থীদের নেতৃত্বাধীন আমব্রেলা মুভমেনন্টের সঙ্গে যোগ দিয়েছিলেন। শহরের নেতা বাছাইয়ে অবাধ নির্বাচনের দাবিতে ওই বিক্ষোভের ফলে শহরটির বেশকিছু অংশে কয়েক মাসের জন্য অচল অবস্থা সৃষ্টি হয়। আদালতের বাইরে শত শত সমর্থক উপস্থিত হয়ে তাদের স্বাগত জানান। এ সময় তারা ‘শান্তিপূর্ণ প্রতিবাদ’, ‘আমি সত্যিকারের চিরন্তন ভোটাধিকার চাই’ ইত্যাদি বলে স্লোগান দিচ্ছিল। প্রসিকিউটর এ্যান্ড্রিউ ব্রুস যুক্তি দেখান যে, ওই গণবিক্ষোভের কারণে জনগণের বিড়ম্বনা হয়েছিল। প্রধান প্রধান সড়কে অবরোধের কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। তিনি এই তিন কর্মীকে লোক স্থান ও সড়কে বেআইনী বিপত্তি তৈরি করা বিক্ষোভে অংশ নেয়া ও সমর্থন দেয়ায় অভিযোগ করেন। শহরের নেতা নির্বাচনে যদি জনগণকে অবাধে ভোট দিতে না দেয়া হয় তবে হংকংয়ের কেন্দ্রস্থল দখলে নেয়ার ডক দেয় ওকিউপাই সেন্ট্রাল। বেজিং সমর্থিত একটি কমিটির মাধ্যমে শহরটির নেতা নিয়োগ দেয়া হয়। ২০১৪ সালের আমব্রেলা মুভমেন্ট ব্যাপক আকার নিলে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। ওকিউপাইয়ের এই তিন কর্মী সে সময় জনগণকে ওই বিক্ষোভে অংশ নেয়ার আহ্বান জনান। বিক্ষোভে লোকজন টিয়ার গ্যাস ও মরিচের গুড়া থেকে নিজেদের রক্ষার্থে ছাতা ব্যবহার করে।
×