ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

এখনও জনপ্রিয় স্মিথ-ওয়ার্নার

প্রকাশিত: ০৬:৩৯, ১২ নভেম্বর ২০১৮

এখনও জনপ্রিয় স্মিথ-ওয়ার্নার

স্পোর্টস রিপোর্টার ॥ বহুল আলোচিত বল টেম্পারিংয়ের অভিযোগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। তাদের শাস্তি কমানোর বিষয়ে ভাবছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সে যাই হোক, এই কলঙ্কের বোঝা তাদের সারাজীবন বয়ে বেড়াতে হবে। তবু খ্যাতিতে ভাটা পড়েনি। নিষিদ্ধ দুই তারকাকে দেখতে এখনও ক্রিকেট মাঠে উপচেপড়া ভিড়। সম্প্রতি ঘরোয়া এক ম্যাচে একে অন্যের প্রতিপক্ষ হিসেবে খেলতে নেমেছিলেন স্মিথ-ওয়ার্নার। এক সময়ের অস্ট্রেলিয়া জাতীয় অধিনায়ক ও সহ-অধিনায়ককে দেখার জন্য ভিড় জমিয়েছিল দুই হাজার দর্শক। ভক্তদের অটোগ্রাফের চাহিদা পূরণ করতে হিমশিম খেতে হয়েছে তাদের। ম্যাচে ব্যাট হাতে হাফসেঞ্চুরি না পেলেও ৭১ বলে ৪৮ রান করেন স্মিথ। সেই সঙ্গে বোলিংয়ে নেন ১ উইকেট। প্রতিপক্ষ দল ব্যান্ডউইক পিটারস্যামের হয়ে খেলেন ওয়ার্নার। যদিও তার ব্যাটে এদিন বড় ইনিংস দেখা যায়নি। ১৩ রানে আউট হন তিনি। উল্লেখ্য, চলতি বছরের মার্চে দক্ষিণ আফ্রিকা সফরে কেপটাউন টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন দু’জন। মাঠে শিরীষ কাগজ দিয়ে বল বিকৃত করেন অস্ট্রেলিয়ান ওপেনার ক্যামেরন ব্যানক্রফট। কিন্তু পুরো পরিকল্পনা ছিল অধিনায়ক স্মিথ ও সহঅধিনায়ক ডেভিড ওয়ার্নারের। দোষী প্রমাণিত হওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছরের নির্বাসনে পাঠানো হয় দুই ক্রিকেটারকে। ৯ মাসের নির্বাসনে পাঠানো হয় ক্যামেরন ব্যানক্রফটকে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত হলেও পরবর্তী সময়ে অভিযুক্ত দু’জনকে ক্লাব ক্রিকেটে খেলার অনুমতি দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। নির্বাসিত অধিনাক স্টিভেন স্মিথ এবং সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে ক্লাব ক্রিকেটের ছাড়পত্র দেয়া হয়। ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি ওয়ার্নার-স্টিভ ক্যারিবিয়ান ক্রিকেট লীগে খেলেছেন। এই কেলেঙ্কারির জন্য সম্প্রতি দায়ী করা হয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার ব্যবস্থাপনাকে। এছাড়া ক্রিকেটারদের সাজা কমানোর জন্য বিভিন্ন মাধ্যম থেকে চাপ বাড়ছে সিএ’র ওপর।
×