ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংঘাত অবসানে উদ্যোগ ব্যাহত হবে ॥ ওয়াশিংটন ও ব্রাসেলস

ইউক্রেনের পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের ভোট

প্রকাশিত: ০৬:০৩, ১২ নভেম্বর ২০১৮

  ইউক্রেনের পূর্বাঞ্চলে বিচ্ছিন্নতাবাদীদের ভোট

ইউক্রেনের পূর্বাঞ্চলে ক্রেমলিন সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা রবিবার নির্বাচন করছে, যদিও পশ্চিমা দেশগুলো শান্তি আলোচনা নস্যাৎ না করার জন্য মস্কোর প্রতি আহ্বান জানিয়েছে। এ অঞ্চলে এক শীর্ষস্থানীয় বিদ্রোহী বোমা হামলায় নিহত হওয়ার পর এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।-খবর এএফপির ওয়াশিংটন ও ব্রাসেলস বলেছে, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শিল্পাাঞ্চল দোনেস্ক ও লুগানস্ক ‘গণ প্রজাতন্ত্রে’ এ ভোটের কারণে সংঘাত অবসান প্রচেষ্টা ব্যাহত হবে। এ সংঘাতে ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ১০ হাজারের বেশি লোক নিহত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেদারিকা মোগেরিনি শনিবার বলেছেন, সংস্থা এ ভোটকে অবৈধ ও অনধিকার বলে বিবেচনা করছে এবং তাদের স্বীকৃতি দেবে না। ইউক্রেনে জাতিসংঘের বিশেষ দূত কুর্ট ভোল্কার বলেছেন, এ নির্বাচন এক প্রহসন। তিনি এ সপ্তাহে বলেন, বিষয়টা এমনই যে, আমরা এ ভোট বন্ধ করতে এবং আর অগ্রসর না হওয়ার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানাচ্ছি। তিনি বলেন, এ ভোট পশ্চাত্যের উদ্যোগে শান্তি চুক্তির সঙ্গে সংগতিপূর্ণ নয়। ক্রেমলিন এ আবেদন প্রত্যাখ্যান করে বলেছে, চুক্তির সঙ্গে ভোটের সম্পৃক্ততা নেই। মস্কো বলেছে, দোনেস্ক প্রজাতন্ত্রের নেতা আলেক্সান্ডার জাখারচেংকো আগস্টে দোনেস্কে এক ক্যাফেতে বোমা হামলায় নিহত হওয়ার পর যে নেতৃত্বশূন্যতা দেখা দিয়েছে তা পূরণের জন্য এ নির্বাচন অত্যাবশ্যকীয়। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যারিয়া জাখারোভা বলেছেন, ইউক্রেনীয় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞাও শক্তি ব্যবহারের স্থায়ী হুমকির মধ্যে এ অঞ্চলের জনগণের কোন মতে বেঁচে থাকা প্রয়োজন, তাদের জীবন ধারণ অব্যাহত রাখতে হবে এবং আইনশৃঙ্খলা নিশ্চিত করাও প্রয়োজন। রাশিয়া ২০১৪ সালে ক্রিমিয়া সংযুক্ত করে নেয় এবং ইউক্রেনের পূর্বাঞ্চলে এক বিদ্রোহের প্রতি সমর্থন যোগায়। পাশ্চাত্যের দিকে ঝুঁকে পড়ায় কিয়েভ এ তৎপরতাকে দেখেছে, শাস্তিস্বরূপ। তীব্র লড়াইয়ের অবসান হলেও প্রায় নিয়মিত সংঘাত অব্যাহত রয়েছে এবং প্রাণহানি ঘটছে সৈন্য ও বেসামরিক লোকদের। কিন্তু আলোচনা অচলাবস্থায় রয়েছে এবং ২০১৫ সালে স্বাক্ষরিত পাশ্চাত্য-সমর্থিত শান্তিচুক্তি রয়েছে মুমূর্ষু অবস্থায়। ভোট কেন্দ্রগুলো গ্রীনিচ মান সময় ৫টায় খোলা হয় এবং বন্ধ করা হয় ১৭টায়। প্রাথমিক ফলাফল সোমবার প্রকাশিত হবে বলে প্রত্যাশা রয়েছে। বিচ্ছিন্নতাবাদীদের গত নির্বাচনটি হয়েছিল ২০১৪ সালে যদিও পাশ্চাত্য ও কিয়েভ এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে।
×