ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু কাল

প্রকাশিত: ০৫:৩৫, ১২ নভেম্বর ২০১৮

 চট্টগ্রামে সপ্তাহব্যাপী আয়কর  মেলা শুরু কাল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু হচ্ছে আগামীকাল মঙ্গলবার। নগরীর জিইসি কনভেনশন সেন্টারে সকাল ১০টায় মেলা উদ্বোধন করবেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। রবিবার সকালে আগ্রাবাদে সরকারী কার্য ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মেলার বিভিন্ন দিক তুলে ধরেন আয়কর বিভাগের কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের মেলায় ৪৫টি বুথে করদাতাদের সেবা প্রদান করা হবে। রিটার্ন জমা, ই-পেমেন্ট সুবিধা, প্রতিবন্ধী ও প্রবীণ করদাতাদের জন্য আলাদা কাউন্টারের ব্যবস্থা এবং মেলাঙ্গনে সোনালী, জনতা, বেসিক ব্যাংকের বুথ থাকবে। পুরনো করদাতাদের রিটার্ন দাখিল, আয়কর জমা দেয়া এবং নতুন টিআইএন নম্বর গ্রহণের সুবিধা থাকছে আয়কর মেলায়। একই ছাদের নিচে করদাতারা পাবেন সব ধরনের সুবিধা। আয়কর বিভাগ চট্টগ্রাম অঞ্চল-১ এর কমিশনার ও মেলার সমন্বয়ক মোঃ মোতাহার হোসেন লিখিত বক্তব্যে জানান, সামাজিক সমতা ও ন্যায়ভিত্তিক অর্থ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও আয়কর মেলা আয়োজিত হতে যাচ্ছে। মেলার মাধ্যমে কর বিভাগের সঙ্গে জনসম্পৃক্ততা বৃদ্ধি ছাড়াও কর প্রদানে উৎসাহ সৃষ্টি হবে। সাধারণ মানুষের মধ্যে করভীতি কেটে যাচ্ছে এ ধরনের মেলা অনুষ্ঠিত হওয়ায়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কর কর্মকর্তা হারুন উর রশীদ, নাজমুল করিম, লুৎফুর আজিম, মামুনুর রহমান ও মফিজ উল্লাহ। কর বিভাগের কর্মকর্তারা জানান, ২০১০ সালের মেলায় ১৪ হাজার ৩৩০টি আয়কর রিটার্ন জমা পড়েছিল। রাজস্ব আদায় হয় ৪০ কোটি ১২ লাখ ২১ হাজার ৮২৪ টাকা। গত বছরের মেলায় রিটার্ন দাখিলের সংখ্যা বেড়ে ৩২ হাজার ৯৮৪তে উন্নীত হয়। কর আদায় হয় ৫২৯ কোটি ৭০ হাজার ৯৮১ টাকা। বিগত কয়েক বছরের মতো এবারও আয়কর মেলায় সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদী করদাতাদের সম্মাননা প্রদান করা হবে। আজ সোমবার জিইসি কনভেন সেন্টারে অনুষ্ঠিত হয় এ সম্মাননা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। কর বিভাগ সূত্র জানায়, সারাদেশের মতো একযোগে এ মেলা অনুষ্ঠিত হবে উপজেলা পর্যায়েও। চট্টগ্রামের মীরসরাই, লোহাগাড়া, চন্দনাইশ, রাউজান, হাটহাজারী, বোয়ালখালী, সাতকানিয়া এবং কক্সবাজার জেলার চকরিয়া, রামু ও টেকনাফে অনুষ্ঠিত হবে একদিনের ভ্রাম্যমাণ মেলা। সীতাকু- উপজেলায় দুদিনের মেলার আয়োজন করা হয়েছে। বরিশালে আজ ৪৯ জন সেরা করদাতাকে দেয়া হবে সম্মাননা খোকন আহম্মেদ হীরা, বরিশাল ॥ ‘উন্নয়নের শীর্ষে যাব যথাযথ আয়কর দিব। উন্নয়ন ও উত্তরণ আয়করের অর্জন’ স্লোগানকে সামনে রেখে ২০১৮ সালে বরিশাল কর অঞ্চলের আওতায় সিটি কর্পোরেশন ও জেলাসহ বিভাগের ছয় জেলার সর্বোচ্চ, দীর্ঘমেয়াদী ও সর্বোচ্চ কর প্রদানকারী নারী এবং তরুণ করদাতাকে বিভিন্ন ক্যাটাগরিতে ৪৯ জন করদাতাদের সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও টেক্স কার্ড প্রদান করা হবে। নগরীর সাউথ গেট বল রুম হোটেল গ্র্যান্ড পার্ক মিলনায়তনের সভা কক্ষে আজ সোমবার সকাল দশটায় সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদানের আয়োজন করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (অডিট, ইন্টেলিজেন্স এ্যান্ড ইনভেস্টিগেশন) আরিফা শাহানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) রাম চন্দ্র দাস, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার (অতিরিক্ত আইজিপি) মোঃ মোশারফ হোসেন, বরিশাল কর অঞ্চলের কর কমিশনার মকবুল হোসেন পাইক, অতিরিক্ত কর কমিশনার আবুল বাসার আকন, যুগ্ম কর কমিশনার মোহাম্মদ নাঈমুর রসুল এবং বরিশাল ক্লাব লিমিটেডের সভাপতি কাজী মফিজুল ইসলাম।
×