ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পটিয়ায় পেপার মিলে শ্রমিক বিক্ষোভ ॥ উৎপাদন বন্ধ

প্রকাশিত: ০৪:৪৬, ৯ নভেম্বর ২০১৮

পটিয়ায় পেপার মিলে শ্রমিক বিক্ষোভ ॥ উৎপাদন বন্ধ

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, ৮ নবেম্বর ॥ বিনা নোটিসে শ্রমিক ছাঁটাই, বেতন ভাতা বন্ধসহ বিভিন্ন কারণে পটিয়ার মোস্তফা সিটি গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের পেপার মিলে শ্রমিক অসন্তোষ চলছে। গত কয়েকদিন ধরে উৎপাদন বন্ধ থাকায় কোম্পানিরও লোকসান চলছে। বৃহস্পতিবার সকালে পেপার ও লবণ মিলের শ্রমিকরা রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। পরে শিল্প পুলিশ, থানা পুলিশ ও কোম্পানির প্রতিনিধির মাধ্যমে এক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা হয়নি। এতে মালিক পক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করে শ্রমিকদের সুযোগ-সুবিধা যেন নিশ্চিত করার কথা শিল্প পুলিশ শ্রমিকদের জানান। জানা গেছে, উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের উত্তর সীমান্তে রয়েছে মোস্তফা সিটি গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের পেপার মিল, লবণ মিলসহ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান। ওই কোম্পানি প্রায় সময় শ্রমিকদের বেতন-ভাতা বন্ধ করে রাখাসহ যখন-তখন শ্রমিক ছাঁটাই করে থাকে বলে অভিযোগ। পেপার ও লবণ মিল তিন শিফটে শ্রমিকরা কাজ করে থাকে।
×