ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গাজীপুরে আনসার হত্যায় মামলা, আসামি অজ্ঞাত ১৫০

প্রকাশিত: ০৫:৩৭, ৩ নভেম্বর ২০১৮

 গাজীপুরে আনসার  হত্যায় মামলা, আসামি  অজ্ঞাত ১৫০

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরে চুরির ঘটনায় কর্মকর্তাদের মারধরে পোশাক কারখানার এক শ্রমিককে হত্যার গুজবের জেরে বিক্ষুব্ধ শ্রমিকদের হামলা ও মারধরে অপর এক কারখানার আনসার সদস্য নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ডেল্টা গ্রুপের জিএম আব্দুল খালেক বাদী হয়ে কাশিমপুর থানায় ওই মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাত ১৫০ জনকে আসামি করা হয়েছে। গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার মকবুল হোসেন জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানার হাতিমারা এলাকায় মিতালী ফ্যাশন লিমিটেড নামের পোশাক কারখানার এক শ্রমিককে হত্যার গুজবে বৃহস্পতিবার সকালে কাশিমপুর ও কোনাবাড়ি এলাকায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। প্রতিবাদে ওই কারখানাসহ আশেপাশের কারখানার কতিপয় উচ্ছৃঙ্খল শ্রমিক স্থানীয় ১০টির মতো কারখানায় হামলা ও ভাংচুর চালায়। এদিন বেলা ১১টার দিকে বিক্ষুব্ধরা স্থানীয় ডেল্টা স্পিনিং মিলে ঢুকে ভাংচুর চালায়। এসময় কারখানায় ভাংচুরের প্রতিবাদ ও প্রতিরোধ করতে গেলে বিক্ষুব্ধদের লাঠির আঘাতে ও এলোপাতাড়ি মারধরে আনসার সদস্য ভৈরব চন্দ্র সরকারসহ কয়েকজন আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় ভৈরব চন্দ্র সরকারকে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জিএমপি’র কাশিমপুর থানার ওসি আকবর আলী খান জানান, মামলার বাদী ডেল্টা গ্রুপের জিএম আব্দুল খালেক এজাহারে অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে বৃহস্পতিবার রাতে থানায় মামলা দায়ের করেছেন। মামলায় উল্লেখ করা হয় কারখানায় ৭/৮ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত এবং তাদের বেশ কয়েকজন নিরাপত্তা কর্মী ও শ্রমিক আহত হয়েছে। এ ঘটনায় জড়িত কাউকে পুলিশ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত আটক বা গ্রেফতার করতে পারেনি।
×