ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাবিতে বর্ণাঢ্য আয়োজনে প্রজাপতি মেলা

প্রকাশিত: ০৫:১৪, ৩ নভেম্বর ২০১৮

 জাবিতে বর্ণাঢ্য  আয়োজনে  প্রজাপতি  মেলা

জাবি সংবাদদাতা ॥ প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা... গানের সুরে তাল মিলিয়ে প্রজাপতির এই ওড়াউড়ি ঘোরাঘুরি দেখার জন্য শুক্রবার দেশের বিভিন্ন প্রান্ত হতে প্রজাপতিপ্রেমীরা ভিড় জমিয়েছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সকাল থেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে হাজারো শিশু-কিশোর ও তাদের অভিভাবকরা ক্যাম্পাসে ছুটে আসে। মেলা উপলক্ষে ক্যাম্পাস সাজানো হয়েছিল বর্ণিল সাজে। দিনটি দর্শনার্থীদের জন্য সম্পূর্ণ প্রজাপতিময় করে তোলার জন্য জহির রায়হান মিলনায়তনের সামনে ও বিশ^বিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে মশারির ঘর তৈরি করে তাতে প্রজাপতি ছেড়ে দেয়া হয়। নানা বর্ণের প্রজাপতির ওড়াউড়ি ছিল এই মেলায়। বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে স্থাপনকৃত মশারি দিয়ে তৈরি প্রজাপতির ঘরে নানা রঙের প্রজাপতি দেখে শিশুদের হৈ চৈ উল্লাস আর থামে না। মহাখালী থেকে আসা চতুর্থ শ্রেণীর ছাত্র নিসর্গ জানায়, পত্রিকায় প্রজাপতি মেলার খবর পড়ে এ মেলায় আসার জন্য সে তার মাকে রাজি করিয়েছে। ‘উড়লে আকাশে প্রজাপতি, প্রকৃতি পায় নতুন গতি’ এই স্লোগান ধারণ করে শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নবমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল ‘প্রজাপতি মেলা-২০১৮’। সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের চত্বরে এ মেলা উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। অনুষ্ঠানে ‘বাটারফ্লাই এ্যাওয়ার্ড ২০১৮’ প্রদান করা হয়। উপাচার্য প্রজাপতি অবমুক্ত করে এবং বেলুন উড়িয়ে প্রজাপতি মেলা উদ্বোধন করেন এবং উদ্বোধনী অনুষ্ঠানের পর উপাচার্যের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়। দিনব্যাপী অনুষ্ঠিত মেলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কুইজ, বক্তৃতা, প্রজাপতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা, প্রজাপতির ডকুমেন্টারি প্রদর্শনীর আয়োজন করা হয়।
×