ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পার্লামেন্টের অধিবেশন ডাকুন

প্রকাশিত: ০৩:৪৭, ৩০ অক্টোবর ২০১৮

পার্লামেন্টের অধিবেশন ডাকুন

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসিনার ওপর সোমবার পার্লামেন্ট অধিবেশন ডাকার জন্য চাপ বেড়েছে। প্রধানমন্ত্রীকে বরখাস্ত ও পার্লামেন্ট অধিবেশন স্থগিত করার পর দেশটিতে ক্ষমতার দ্বন্দ্ব প্রকট হয়ে ওঠে। এই রাজনৈতিক সঙ্কটে ইতোমধ্যে একজন নিহত হয়েছেন। -এএফপি মার্কিন পররাষ্ট্র দফতর রবিবার সিরিসেনাকে ‘অবিলম্বে পার্লামেন্ট অধিবেশন ডাকার’ আহ্বান জানিয়েছে। প্রধামন্ত্রী রনিল বিক্রমাসিংহকে পদচ্যুত করার পর শুক্রবার থেকে দেশটিতে সাংবিধানিক সঙ্কট দেখা শুরু হয়। পার্লামেন্ট অধিবেশন ডাকলে সঙ্কট উত্তরণের উপায় নিয়ে আলোচনার সুযোগ তৈরি হতো। যুক্তরাষ্ট্রের পাশাপাশি ভারতও সিরিসেনাকে পার্লামেন্ট অধিবেশন ডাকার জন্য আহ্বান জানিয়েছে। বিক্রমাসিংহ রবিবার তার প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন। সঙ্কট নিরোসনের জন্য তিনি তার মিত্রদের সঙ্গে বৈঠকে বসার কথা রযেছে। তাকে উচ্ছেদ করা হতে পারে এই আশঙ্কায় তার হাজার হাজার সমর্থক প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে পাহারা দিয়ে রেখেছে। বিক্রমাসিংহের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের বিশেষ নিরাপত্তা দল সরিয়ে নেয়া হয়েছে। মাত্র ১০ জন পুলিশ তাকে এখন পাহারা দিচ্ছে। দেশটির অর্থনীতি বিষয়ক মন্ত্রী হার্শা ডি সিলভা সোমবার বলেছেন, বিক্রমাসিংহের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে বিক্রমাসিংহের প্রায় এক হাজার সমর্থক তার বাসভবন ঘিরে রেখেছে। তারা সময় সময় সেøাগান দিচ্ছে। বিক্রমাসিংহেকে বরখাস্ত করার পর সাবেক প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসকে প্রধানমন্ত্রী করেন সিরিসেনা। রাজাপাকসে একজন চীনপন্থী, কঠোর হাতে দেশ শাসনের জন্য তার পরিচিতি রয়েছে। সাবেক লৌহমানব রাজাপাকসকে নয়া প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের বিরুদ্ধে কোন প্রকার চ্যালেঞ্জ যাতে জানাতে না পারে সেজন্য সিরিসেনা তিন সপ্তাহের জন্য পার্লামেন্ট স্থগিত করেছেন। রাজাপাকসের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও কতৃত্বপরায়ণের অভিযোগ রয়েছে। তিনি দীর্ঘ সময় ধরে দেশটির প্রেসিডেন্ট ছিলেন। তিনি এখনও রাষ্ট্র নিয়ন্ত্রিত দুটি টেলিভিশন চ্যানেলের সদর দফতর নিয়ন্ত্রণ করছেন। সব পুলিশের ছুটি বাতিল করা হয়েছে। যেজন্য কলম্বোয় উত্তেজনা বেড়েছে। প্রধানমন্ত্রীর বাসভবনের কাছাকাছি ও প্রেসিডেন্টের অফিসের সামনে সেনাদের পাহারা দিতে দেখা গেছে। ৬৯ বছর বয়সী বিক্রমাসিংহের দাবি করেছেন, তাকে পদচ্যুত করা অবৈধ। তিনি অবিলম্বে পার্লামেন্টের জরুরী অধিবেশন ডাকার দাবি করেছেন। রবিবার স্পীকার কারু জয়সুরিয়া বিক্রমাসিংহকে বরখাস্ত করা অবৈধ ঘোষণা করে অবিলম্বে প্রধানমন্ত্রী হিসেবে তার পাওনা সুযোগ সুবিধাগুলো বহাল করার দাবি জানিয়েছেন। স্পীকারের এই অবস্থান বিক্রমাসিংহের হাতকে শক্তিশালী করেছে। রাজধানী কলম্বোর রাজপথেও বিক্রমাসিংহের সমর্থকরা অবস্থান করছে। বিরোধী নেতা রাজাভারোথিয়াম সাম্পানথানও পার্লামেন্টের জরুরী অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন। এদিকে রবিবার রাতে রাজাপাকসে তার সমর্থকদের উদ্দেশে বলেছেন, খুব দ্রুতই দেশে সাধারণ নির্বাচন আহ্বান করা হতে পারে। নিয়ম অনুয়ায়ী ২০২০ সালের আগস্টে দেশটিতে এই নির্বাচন হওয়ার কথা ছিল। রাজাপাকসে ক্যান্ডিতে এক বিখ্যাত বৌদ্দ মন্দিরে গিয়ে ভিক্ষুর আশীর্বাদ নিয়েছেন। তার সহযোগী জানিয়েছেন, তিনি রবিবার একসময় মন্ত্রীসভার কয়েকজন মন্ত্রীর নাম ঘোষণা করবেন। সাংবিধানিক সঙ্কটে পড়তে যাচ্ছে শ্রীলঙ্কা। বিক্রমাসিংহকে বরখাস্ত করে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসে প্রধানমন্ত্রী হিসেবে বসানোর পর এই সঙ্কট শুরু হয়। বিক্রমাসিংহে সবেমাত্র তিন দিনের ভারত সফর শেষ করে দেশে ফেরার পরই বরখাস্ত হন।
×