ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মহাকাশে জন্ম নেবে মানব শিশু

প্রকাশিত: ০৫:০৩, ২৭ অক্টোবর ২০১৮

 মহাকাশে জন্ম নেবে মানব শিশু

মহাকাশে মানব শিশু জন্মদানের বিষয়টি নতুন কোন সায়েন্স ফিকশন সিনেমার কাহিনী মনে হতে পারে। কিন্তু বাস্তবেই বিজ্ঞানীরা এমন উদ্যোগ নিয়েছেন। বিজ্ঞানীদের বিশ্বাস, মাত্র ৬ বছরের মধ্যে এটি বাস্তব হতে পারে। ‘স্পেসলাইফ অরিজিন’ নামক জীব-প্রযুক্তি বিষয়ক একটি গবেষণা সংস্থার বিজ্ঞানীরা ২০২৪ সালের মধ্যে মহাকাশে মানব শিশু জন্মদানের প্রকল্পের ঘোষণা দিয়েছে। এজন্য উপযুক্ত নারী স্বেচ্ছাসেবক খুঁজছে সংস্থাটি। স্পেসলাইফ অরিজিনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কেস মুলদার বলেন, ‘মানব জাতি যদি বহু-গ্রহীয় প্রজাতি হতে চায়, তাহলে আমাদের বংশবৃদ্ধি করা শিখতে হবে।’ সংস্থাটি তিন ধাপে এই প্রকল্প বাস্তবায়ন করবে। প্রথম ধাপে ২০২০ সালে জন্মদান সংক্রান্ত মানব কোষ নিয়ে বিকিরণ প্রতিরোধী টিউবে গবেষণা করবে। দ্বিতীয় ধাপে একটি স্পেস এমব্রায়ো ইনকিউবেটর অর্থাৎ মহাকাশে ভ্রুণ পরিচর্যা সিস্টেম তৈরি করবে, যার মধ্যে হিমায়িত শুক্রাণু ও ডিম্বাণু বহন করে ২০২১ সালে মহাকাশে পাঠানো হবে। -বিবিসি অবলম্বনে।
×