ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্বব্যাংকের ৪২ কোটি ৫০ লাখ ডলার ঋণ অনুমোদন

প্রকাশিত: ০৪:৫৯, ২৭ অক্টোবর ২০১৮

 বিশ্বব্যাংকের ৪২  কোটি ৫০ লাখ  ডলার ঋণ  অনুমোদন

স্টাফ রিপোর্টার ॥ দেশের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার সেতুর উন্নয়নে ৪২ কোটি ৫০ লাখ ডলার ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংকের বোর্ডসভা; যা স্থানীয় মুদ্রায় ৩৪০০ কোটি টাকা। গ্রামীণ সড়কের সেতুগুলোর উন্নয়ন এবং উন্নত করে গড়ে তুলতে এই অর্থ ব্যবহার করা হবে। শুক্রবার বাংলাদেশে বিশ্বব্যাংকের অফিস থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। বিশ্বব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রামীণ সেতুর উন্নয়ন কর্মসূচীর মাধ্যমে দেশের দুই-তৃতীয়াংশ মানুষ উপকৃত হবে। প্রকল্পের আওতায় গ্রামীণ এলাকার ৮৫ হাজার মিটার সেতুর রক্ষণাবেক্ষণ করা হবে। সেই সঙ্গে ২৯ হাজার মিটার সেতুর সংস্কার এবং নতুন করে ২০ হাজার মিটার সেতু তৈরি করা হবে। এই প্রকল্প বাস্তবায়নে স্থানীয় পর্যায়ে ৫৫ লাখ জন-দিবস কর্মসংস্থান তৈরি হবে। ঋণ অনুমোদনের বিষয়ে বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কিমিয়াও ফ্যান বলেছেন, বাংলাদেশের গ্রামীণ বেশিরভাগ সড়কই ব্রিজের মাধ্যমে যুক্ত আছে। দূরবর্তী এলাকায় বসবাসকারী গ্রামীণ জনগোষ্ঠীদের সড়ক নেটওয়ার্ক বাড়াতে গ্রামীণ সেতু অপারেশন কর্মসূচীটি সহায়ক ভূমিকা রাখবে। এর মাধ্যমে গ্রামীণ মানুষকে বাজার, হাসপাতাল, স্কুলের পাশাপাশি জীবিকার জন্য নতুন সুযোগ তৈরি করবে। বিশ্বব্যাংকের সিনিয়র ট্রান্সপোর্ট বিশেষজ্ঞ এবং টিম লিডার ফরহাদ আহমেদ বলেছেন, বিশ্বব্যাংকের এ ঋণের মাধ্যমে পরিকল্পনা, নক্সা, মান নিয়ন্ত্রণ এবং গ্রামীণ সেতুগুলো পরিচালনা করার জন্য প্রাতিষ্ঠানিক ক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ সরকারকে সমর্থন করবে। প্রকল্পটি উপকূলীয় অঞ্চলসহ ৬১ জেলায় বাস্তবায়ন করা হবে। দুই শতাংশ সুদে ৫ বছরের রেয়াতকালসহ ৩০ বছরে এই ঋণ পরিশোধ করতে হবে।
×