ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

পানিতেও চলতে পারে

প্রকাশিত: ০৪:০৯, ২১ অক্টোবর ২০১৮

পানিতেও চলতে পারে

পানিতে চলতে সক্ষম বিশ্বের সর্ববৃহত বিমান নির্মাণ করেছে চীন। এজি-৬০০ বিমানটি শনিবার পরীক্ষামূলক উড্ডয়নের পর হুবেই প্রদেশের জিংমেনের পানিতে অবতরণ করে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত পত্রিকা চায়না ডেইলি। নৌযানটি ঝাংগে জলাধার থেকে স্থানীয় সময় আটটা ৫১ মিনিটে উড্ডয়নের পর ১৫ মিনিট আকাশে চক্কর দেয়। এটির সাংকেতিক নাম (কোড নাম) কুনলং। এতে পাইলটসহ ছিলেন চার ক্রু। -টাইমস অব ইন্ডিয়া এ্যাসাঞ্জের আইনী পদক্ষেপ যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশ ও বড় কর্পোরেশনের গোপন নথি ফাঁসকারী বিকল্প সংবাদ মাধ্যম উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান এ্যাসাঞ্জ ইকুয়েডরের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নিতে যাচ্ছেন। মৌলিক অধিকার ও স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগে তিনি এই পদক্ষেপ নিচ্ছেন। ২০১২ সাল থেকে ইকুয়েডরের লন্ডন দূতাবাসে অবস্থান করছেন এ্যাসাঞ্জ। সুইডেনে ধর্ষণ তদন্তে বন্দীবিনিময় এড়াতে রাজনৈতিক আশ্রয় নেন তিনি।- বিবিসি
×