ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে বিদায়ী মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাত

প্রকাশিত: ০৬:০০, ১৭ অক্টোবর ২০১৮

সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে বিদায়ী মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাত

স্টাফ রিপোর্টার ॥ ঢাকায় নিযুক্ত বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট মঙ্গলবার বিকেলে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের সঙ্গে তার সচিবালয়ের অফিসে সৌজন্য সাক্ষাত করেছেন। সাক্ষাতে বন্ধুপ্রতিম দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরালো করার পাশাপাশি রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক খাতে সহযোগিতা বৃদ্ধি, সাংস্কৃতিক বিনিময় জোরদারকরণ, বাংলাদেশের পর্যটন সম্ভাবনা প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সংস্কৃতিমন্ত্রী বলেন, বাংলাদেশে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে। কিন্তু এ খাতে সঠিক মার্কেটিংয়ের অভাবে বাংলাদেশ খুব বেশি বিদেশী পর্যটক আকৃষ্ট করতে পারছে না। বাংলাদেশে মহাস্থানগড়, পাহাড়পুর, ময়নামতিসহ বৌদ্ধ ধর্মের প্রচুর প্রতœতাত্ত্বিক নিদর্শন রয়েছে। এগুলোকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে চীন, জাপান, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, মিয়ানমার প্রভৃতি দেশ থেকে প্রচুর বিদেশী পর্যটক আকৃষ্ট করা সম্ভব।
×