ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘অনুসন্ধানী সাংবাদিকতা না থাকলে দুদক থাকবে না’

প্রকাশিত: ০৫:৫৭, ১৭ অক্টোবর ২০১৮

‘অনুসন্ধানী সাংবাদিকতা না থাকলে দুদক থাকবে না’

স্টাফ রিপোর্টার ॥ অনুসন্ধানী সাংবাদিকতা না থাকলে দুর্নীতি দমন কমিশন (দুদক) থাকবে না। তাই সমাজ থেকে দুর্নীতি দমন করতে হলে সাংবাদিকদের অনুসন্ধানী সাংবাদিকতা করার আহ্বান জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ। মঙ্গলবার রাজধানীর প্রেস ইনস্টিটিউটে আয়োজিত অনুসন্ধানমূলক রিপোর্টিং প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রিপোর্টার্স এগেইনস্ট করাপশন (র‌্যাক) এবং প্রেস ইনস্টিটিউট (পিআইবি) যৌথভাবে তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। বক্তব্য শেষে দুদক চেয়ারম্যান সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন। সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ। র‌্যাকের পক্ষে বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, সাবেক সভাপতি মিজান মালিকসহ বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে ইকবাল মাহমুদ বলেন, আমি আপনাদের পক্ষে বলতে চাই, আমার বিরুদ্ধেই হোক আর দুদকের বিরুদ্ধে হোক-আপনারা লিখবেন। অনুসন্ধানের তথ্য যদি আপনারা না দেন তাহলে প্রতিষ্ঠান চলবে না। সমাজ-রাষ্ট্র চলবে না। তিনি বলেন, ৫৭ ধারা বা ডিজিটাল আইন সম্পর্কে আমার তেমন ধারণা নেই। তবে আপনাদের কোন ভয়ের কারণ নেই। দুদকের প্রাতিষ্ঠানিক বিষয় নিয়ে আপনারা অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করবেন। দুদক এসব সংবাদকে স্বাগত জানাবে। কোন প্রতিবেদনের জন্য দুদকের পক্ষ থেকে কোন মামলা-টামলা হবে না। এখন পর্যন্ত কোন প্রতিবেদনের জন্য দুদকের পক্ষ থেকে প্রতিবাদও জানানো হয়নি। অনুসন্ধান করবেন, আপনাদের কোন ভয় নেই। প্রধান অতিথির বক্তব্যে দুদক চেয়ারম্যান বলেন, ‘অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে সত্য প্রকাশ করবেন। আপনারা যদি আমাকে চ্যালেঞ্জ না করেন, আমি নিজেকে সংশোধন করতে পারব না।
×