ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফের হাঙ্গরের হামলা

প্রকাশিত: ০৬:২৭, ১০ অক্টোবর ২০১৮

ফের হাঙ্গরের হামলা

অস্ট্রেলিয়ার উত্তরপূর্ব উপকূলের অদূরে সোমবার সন্ধ্যায় এক ব্যক্তি হাঙ্গরের হামলার শিকার হয়েছেন। এই নিয়ে কয়েক সপ্তাহের মধ্যে তৃতীয়বারের মতো কেউ হাঙ্গরের হামলার শিকার হল। ৬৫ বছর বয়সী আহত লোকটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার অবস্থা স্থিতিশীল রয়েছে। হাঙ্গরটি তার কাঁধ কামড়ে মারাত্মকভাবে জখম করে। কুইন্সল্যান্ডের এ্যাম্বুলেন্স সাভিস রকহাম্পটন অপারেশনস সুপারভাইজার বলেন, ‘লোকটির বাহুতে বড় জখম সত্ত্বেও তিনি বেশ ভাল আছেন।’-এএফপি বন্ধ হচ্ছে গুগল প্লাস বিশ্বের জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুকের প্রতিদ্বন্দ্বী হিসেবে টেক জায়ান্ট গুগলের চালু করা গুগল প্লাস বন্ধ হয়ে যাচ্ছে। সম্প্রতি ৫ লাখ এ্যাকাউন্টের তথ্য ফাঁসের ঘটনার পর গুগল এই সিদ্ধান্ত নিয়েছে। সোমবার গুগল প্লাস বন্ধের ঘোষণা দিয়ে এক ব্লগ পোস্টে কোম্পানিটি জানায়, মার্চ মাসে এই তথ্য ফাঁসের ঘটনা কোম্পানির কারিগরি কর্মকর্তারা শনাক্ত করেছেন। কিন্তু তারা বিষয়টি প্রকাশ না করার সিদ্ধান্ত নেন। -নিউইয়র্ক টাইমস
×