ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:৩২, ৯ অক্টোবর ২০১৮

টুকরো খবর

চট্টগ্রামে ২১ হাজার ইয়াবা উদ্ধার স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানা এলাকায় যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে ২১ হাজার ২শ’ ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। গোপন তথ্যের ভিত্তিতে গত রবিবার রাতে এই অভিযান পরিচালিত হয়। র‌্যাব সূত্র জানায়, কক্সবাজার হতে ঢাকাগামী এস আলম পরিবহনের মাধ্যমে কতিপয় মাদক কারবারি বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট বহন করছে, এমন তথ্যের ভিত্তিতে কর্ণফুলী থানার কলেজ বাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হয়। বাসটিকে থামার সংকেত দিলেও তা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পিছু ধাওয়া করে থামিয়ে চালক অহিদুল আলম এবং সহকারী মোশারফ আলীকে আটক করা হয়। তাদের বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া এবং কক্সবাজারের উখিয়া উপজেলার। এই দুইজনের দেহ তল্লাশি করে এবং তাদের দেখানো স্থান থেকে উদ্ধার করা হয় ২১ হাজার ২শ’ ইয়াবা। র‌্যাব সদস্যরা যাত্রী বাসটিও জব্দ করেন। উদ্ধার হওয়া ইয়াবা মূল্য প্রায় ১ কোটি ৫ লাখ টাকা। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সোনার বারসহ যাত্রী আটক স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের সময় সাইফুল ইসলাম রাজিব নামে এক পাসপোর্টধারী যাত্রীকে দু’টি সোনার বারসহ আটক করেছেন কাস্টমস শুল্ক গোয়েন্দা সদস্যরা। সোমবার ওই যাত্রীর ব্যাগ তল্লাশি করে এই সোনার বার পাওয়া যায়। আটক রাজিব নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার রাকিবুলের ছেলে। জানা গেছে, ওই যাত্রী তার পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষ করে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাচ্ছিলেন। এ সময় তার হাঁটার গতিবিধি দেখে সন্দেহ হয় কাস্টমস সদস্যদের। ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ, ৮ অক্টোবর ॥ গফরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছে। আনুমানিক ৭৫ বছর বয়সের নিহত ওই বৃদ্ধের পরিচয় পাওয়া যায়নি। ঢাকা-ময়মনসিংহ রেললাইনের গফরগাঁও পৌর শহরের সালটিয়া মোক্তারবাড়ি এলাকায় সোমবার ভোরে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয়ের এই বৃদ্ধ নিহত হয়। খবর পেয়ে গফরগাঁও রেলওয়ে পুলিশ ফাঁড়ির জিআরপি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। টিন মিস্ত্রি নিহত সংবাদদাতা, সৈয়দপুর, নীলফামারী, ৮ অক্টোবর ॥ সৈয়দপুরে ছাদের টিন পুটিংয়ের সময়ে পা পিছলে পড়ে লিটন (২০) নামে এক এ্যাঙ্গেল মিস্ত্রি নিহত হয়েছে। সোমবার দুপুরে শহরের রাবেয়া বাসস্ট্যান্ডসংলগ্ন ইকু পেপার মিলে এ ঘটনা ঘটেছে। নিহত যুবক ছিলেন উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের কাঠারিপাড়া যানেরপার এলাকার মোঃ দুলুর পুত্র বলে জানা গেছে। জানা যায়, ওই দিন সকাল থেকে সে পেপার মিলের প্রায় ৪০ ফুট উপরে টিনে চড়ে টিন পুটিংয়ের কাজ করছিল। ছিল না কোন নিরাপত্তা ব্যবস্থা। কাজ করাকালে দুপুরে পা-পিছলে নিচের অন্য টিন ভেঙ্গে ঘরের মেঝেতে পড়ে যায়। এতে বুকে ও মাথায় প্রচ- আঘাত পায়। সহকর্মীরা দ্রুত সৈয়দপুর ১০০ শয্য হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরী বিভাগের চিকিৎসক লিটনকে মৃত ঘোষণা করে। মুক্তিপণের দাবিতে দুই জেলে অপহৃত স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ পূর্ব সুন্দরবনের মুক্তিপণের দাবিতে শরণখোলা উপজেলার দুই জেলেকে অপহরণ করেছে সাত্তার বাহিনী। অপহৃতদের মুক্তিপণ হিসেবে চার লাখ টাকা দাবি করা হয়েছে। সোমবার ভোরে এ ঘটনা ঘটেছে চাঁদপাই রেঞ্জ ও স্টেশন আওতাধীন শিয়ালা নামক স্থানে। অপহৃতদের স্বজন ও সুন্দরবন থেকে ফিরে আসা অন্য জেলেরা জানান, ফেরার পথে সাত্তার বাহিনীর ৯-১০ জন সশস্ত্র বনদস্যু তাদের জিম্মি করে। এ সময় জেলেদের নৌকায় থাকা বিভিন্ন ধরনের মাছ লুট করে নিয়ে যায়। এ সময় বনদস্যুরা শরণখোলার পশ্চিম রাজাপুর গ্রামের লুৎফর রহমান তালুকদারের ছেলে সুজন তালুকদার ও হারুন অর রশিদের বয়াতীর ছেলে মিজানুর রহমান বয়াতী মুক্তিপণের দাবিতে অপহরণ করে। সাত্তার বাহিনীর প্রধানের বাড়ি বাগেরহাট জেলার রামপাল উপজেলায়।
×