ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চার দলের জোট ‘বাম ঐক্য ফ্রন্টের’ আজ যাত্রা শুরু

প্রকাশিত: ০৬:২৬, ৯ অক্টোবর ২০১৮

চার দলের জোট ‘বাম ঐক্য ফ্রন্টের’ আজ যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার ॥ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও একটি রাজনৈতিক জোটের যাত্রা শুরু হচ্ছে আজ মঙ্গলবার। চারটি বাম রাজনৈতিক দলের সমন্বয়ে নতুন এই জোটের আত্মপ্রকাশ ঘটবে বলে জানা গেছে। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সদস্য মহিনউদ্দিন চৌধুরী লিটন জানান, জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এই জোটের যাত্রা শুরু হচ্ছে। লক্ষ্য জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া। তিনি বলেন, নির্বাচন পর্যন্ত জোটের পক্ষ থেকে বেশ কিছু কর্মসূচী পালন করা হবে। এছাড়া জোটের পরিধি বাড়াতে সমমনা দলগুলোকে প্রয়োজনে জোটে টানার কথাও জানান তিনি। তিনি বলেন, জোটের পক্ষ থেকে বিভিন্ন আসনে যোগ্য প্রার্থীদের মনোনয়ন দেয়া হবে। মঙ্গলবার, সকালে জাতীয় প্রেসক্লাবের হলরুমে (২য় তলা) বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, গণমুক্তি ইউনিয়ন, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টি, কমিউনিস্ট ইউনিয়নের সমন্বয়ে নতুন জোট ‘বাম ঐক্য ফ্রন্ট’ ঘোষণার লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বাম দলগুলোর আগের মতো জৌলুস না থাকলেও নির্বাচনকেন্দ্রিক তৎপরতা বাড়ে। আসন্ন নির্বাচন সামনে রেখে এবারও বাম দলগুলোর তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। নিজেদের মধ্যে জোট গঠনসহ দলীয় আদর্শের বাইরের রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট গঠন করতে দেখা যাচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন একটি রাজনৈতিক জোট রয়েছে। আট দলের সমন্বয়ে আছে বাম গণতান্ত্রিক জোট। এছাড়াও চলতি মাসের মধ্যে আরও একাধিক বাম জোটের যাত্রা শুরু হতে পারে। যদিও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের পক্ষ থেকে বাম দলগুলোকে একসঙ্গে পথ চলার আহ্বান জানানো হয়েছে। কিন্তু এ ব্যাপারে সম্মত নয় বাম দলের অনেক নেতাই। তবে ১৪ দলের সঙ্গে একাধিক বাম দলের ঐক্যবদ্ধ পথচলা আছে ২০০৮ সালের নির্বাচনের আগে থেকেই।
×