ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে ছেলের হাতে বাবা খুন

প্রকাশিত: ০৫:০২, ৮ অক্টোবর ২০১৮

 দিনাজপুরে ছেলের হাতে বাবা খুন

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ বোচাগঞ্জ উপজেলা পল্লীতে পারিবারিক কলহের জেরে বাবা তালা কিসকুকে (৫৫) পিটিয়ে ও ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করেছে ছেলে বৈদ্ধ কিসকু। এ ঘটনায় ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ৮টার দিকে বোচাগঞ্জ উপজেলার হাটরামপুর পশ্চিম আদিবাসীপাড়ায় এ ঘটনায় ঘটে। এ বিষয়ে থানায় একটি হত্যা মামলা হয়েছে। জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে শনিবার রাতে তালা কিসকু ও তার ছেলে বৈদ্ধ কিসকুর বিবাদ শুরু হয়। একপর্যায়ে বৈদ্ধ কিসকু লাঠি দিয়ে বাবা তালা কিসকুকে আঘাত করে। পরে সে ধারালো অস্ত্র দিয়ে বাবাকে কোপায়। এতে ঘটনাস্থলেই তালা কিসকু মারা যান। বাধা দেয়ায় সৎমা সুমি হাসদাকেও লাঠি দিয়ে আঘাত করে সে। এ সময় এলাকাবাসী বৈদ্ধ কিসকুকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় ও বৈদ্ধ কিসকুকে আটক করে। ফতুল্লায় ছিনতাইকারী স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে জানান, সদর উপজেলার ফতুল্লার পাগলা বাজার এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে টিটু (২৫) নামে এক ছিনতাইকারীর নিহত হয়েছে। রবিবার ভোরে এই ঘটনা ঘটে। নিহত ছিনতাইকারী টিটু চাঁদপুর জেলার মতলবের মোতালেব মিয়ার ছেলে। পুলিশ জানায়, ভোরে সদর উপজেলার পাগলা বাজার এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে টিটু গুরুতর আহত হয়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এই হত্যাকা-ের ঘটনা ঘটেছে। ওসি মঞ্জুর কাদের আরও জানান, নিহত টিটু ছিনতাই ও মাদক সেবন করত। তবে টিটুর বিরুদ্ধে থানায় কোন মামলা নেই। বরিশালে বৃদ্ধা স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, বাবুগঞ্জ উপজেলার উত্তর রহমতপুর গ্রামে অবলা রানী (৭০) নামের এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহত অবলা রানী ওই গ্রামের বাসিন্দা ধীরেন্দ্র চন্দ্র দাসের স্ত্রী। পুলিশ জানায়, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে অবলা রানীর সঙ্গে প্রতিবেশী রোজিনা ও হেলেনা বেগমের বাগ্বিতন্ডা হয়। একপর্যায়ে তারা হামলা চালিয়ে অবলা রানীর মাথায় আঘাত করে। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় অবলা রানীকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহতের পুত্র তাপস দাস জানান, প্রতিবেশী রোজিনা, হেলেনা ও শিল্পী বেগমের সঙ্গে জমিজমা নিয়ে তাদের দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। আদালতের মাধ্যেমে তারা তা মোকাবেলা করে রায় পেয়েছেন। পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন বিভিন্ন অজুহাতে তার (তাপস) স্ত্রী সবিতা রানীর সঙ্গে বাগ্বিতন্ডায় জড়িয়ে পড়ে। এর প্রতিবাদ করতে অবলা রানী এগিয়ে এলে তাকে পিটিয়ে হত্যা করা হয়। ঠাকুরগাঁওয়ে বস্তাবন্দী লাশ নিজস্ব সংবাদদাতা ঠাকুরগাঁও থেকে জানান, হরিপুরের কাঁঠালডাঙ্গি এলাকায় ধান ক্ষেতে শফিরুল (৪০) নামের একজনের বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ১০টায় পুলিশ কাঁঠালডাঙ্গি এলাকায় এক ধান ক্ষেত থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। এলাকাবাসী ও পুলিশ জানায়, হরিপুর উপজেলার কাঁঠালডাঙ্গি এলাকায় ধান ক্ষেতে বস্তা পড়ে থাকলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ বস্তার ভেতরে একটি লাশ দেখতে পায়।
×