ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জয় ছাড়া আর সবকিছুই পেল বাংলাদেশ!

প্রকাশিত: ০৫:২৫, ৬ অক্টোবর ২০১৮

 জয় ছাড়া আর সবকিছুই পেল বাংলাদেশ!

রুমেল খান, সিলেট থেকে ॥ ঘরের মাঠে নিজেদের দর্শকদের সামনে উজ্জীবিত হয়ে খেলা, প্রাধান্য বিস্তার এবং টানা আক্রমণ করে খেলা, সুন্দর-নয়নাভিরাম খেলা, ফুটবল-অনুরাগীদের ভালবাসা পাওয়া... সবকিছুই পেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল সিলেট জেলা স্টেডিয়ামে। কিন্তু ভাগ্য সহায় না হওয়াতে শুধু জয়টাই পেল না তারা। বৃহস্পতিবার বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার ‘বি’ গ্রুপের ম্যাচে স্বাগতিক দল হারে ০-১ গোলে ফিলিপিন্সের কাছে। এই জয়ে ফিলিপিন্স অপরাজিত গ্রুপসেরা এবং বাংলাদেশ গ্রুপ রানার্সআপ হয়। ম্যাচ শেষে বাংলাদেশ দলের কোচ জেমি ডে বলেন, ‘ছেলেরা যেভাবে খেলেছে লড়াই করেছে গোলের সুযোগ সৃষ্টি করেছে এবং প্রাধান্য বিস্তার করে খেলেছে, তাতে আমি মুগ্ধ-গর্বিত।’ র‌্যাঙ্কিং এবং শক্তিমত্তার বিচারে ফিলিপিন্সের চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ। কিন্তু বৃহস্পতিবারের লড়াইয়ে সেটা ভুল প্রমাণ করে স্বাগতিক দল। মনে হচ্ছিল তারাই বরং এগিয়ে। শুধু ভাগ্যদেবী কৃপা না করায় হারতে হয়েছে। বরং ফিলিপিন্স জিতে অনেক স্বস্তি পেয়েছে। ম্যাচ শেষে তাদের কোচ সেটাই বলেছেন তাদের কোচ আন্দ্রেস গঞ্জালেস, ‘খেলেছে বাংলাদেশ আর জিতেছি আমরা। দু’দলের সেমিফাইনালে নাম লেখানোটা নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। ফলে শুক্রবার ‘বি’ গ্রুপের শেষ ম্যাচটি ছিল একদিকে আনুষ্ঠানিকতার, অন্যদিকে ছিল গ্রুপসেরা নির্ধারণের। হেড টু হেড লড়াইয়ে এ পর্যন্ত দু’দল মুখোমুখি হয়েছে তিনবার। ফিলিপিন্স জেতে ২ ম্যাচে। ১ ম্যাচে জেতে বাংলাদেশ। আগামী ১০ অক্টোবর বিকেল আড়াইটায় কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ কে তা জানা যাবে আজ ফিলিস্তিন-নেপাল ম্যাচটি শেষ হওয়ার পর। বাংলাদেশ-স্ট্রাইকার তৌহিদুল আলম সবুজ-নাবিব নেওয়াজ জীবন গোল করার প্রচুর সুযোগ নষ্ট করেছেন। তারপরও তাদের দায়ী করতে নারাজ জেমি ডে, ‘ওরা দুর্দান্ত খেলেছে। বিশেষ করে পুরো দলই দ্বিতীয়ার্ধে একচেটিয়া খেলেছে। আমরা অনেকগুলো আক্রমণ করেছি। গোল করার যথেষ্ট সুযোগও এসেছিল। কিন্তু পারিনি। তাই বলে আপনি স্ট্রাইকারদের দোষারোপ করতে পারেন না। ওই গোলটি ছাড়া আমাদের ডিফেন্স এবং মধ্যমাঠ ছিল দারুণ।’ শুরুর একাদশে মামুনল ইসলাম ছিলেন। অধিনায়কের আর্মব্যান্ড দেয়া হয় তাকে। কিন্তু ম্যাচে দেখা যায় মামুনুল ছিলেন না। জেমি জানিয়েছেন খেলা শুরুর আগে আচমকা কুঁচকির ইনজুরিতে পড়েন তিনি। তবে মামুনুলের জায়গায় খেলা মাসুক মিয়া জনি খুব একটা খারাপ করেননি। একাদশে চার পরিবর্তন নিয়ে কোচের যুক্তি, ‘সামনে সেমিফাইনাল। তাই খেলোয়াড়দের নিয়ে ঝুঁকি নেইনি। আজকের ম্যাচের ১১ ফুটবলারই সেরা।’ সমস্যা জর্জরিত ফিলিপিন্স আশা করেছিল বাংলাদেশের সঙ্গে ম্যাচটি কঠিন হবে। ম্যাচ শেষে সেটা স্বীকার করেন দলটির কোচ গঞ্জালেস, ‘বাংলাদেশ অসাধারণ ফুটবল খেলেছে। তাদের খেলোয়াড়রা স্কিল এবং টেকনিক্যালি অনেক ভাল। কিন্তু দলটির মূল সমস্যা ফাইনাল পাস। শেষ মুহূর্তে তারা এলোমেলো হয়ে যায়। এই সমস্যা কাটিয়ে ওঠতে পারলে বাংলাদেশ ভাল করবে। তারা আমাদের কঠিন চ্যালেঞ্জ জানিয়েছে। সমস্যার মধ্যে আমাদের খেলোয়াড়রা দুর্দান্ত পারফর্মেন্স করেছে। আমি এই দল নিয়ে খুশি।’ বৃহস্পতিবারের ম্যাচে স্টেডিয়ামের গ্যালারির ২৫ হাজার আসন ছিল কানায় কানায় পরিপূর্ণ। স্টেডিয়ামের বাইরে অপেক্ষমাণ ছিল আরও কমপক্ষে ১৫ হাজার দর্শক। অভিযোগ উঠেছেÑ এদের অনেকেই ৫০ টাকার টিকেট কিনেও স্টেডিয়ামে খেলা দেখতে ঢুকতে পারেনি। এ নিয়ে তীব্র অসন্তোষের সঞ্চার হয় দর্শকদের মাঝে। পরিস্থিতি সামাল দিতে মাঠে ঢুকে খেলা শুরুর আগে মাইক্রোফোন নিয়ে দর্শকদের কাছে ক্ষমা ও দুঃখ প্রকাশ করেন সিলেট জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং বাফুফের সদস্য মাহিউদ্দিন আহমেদ সেলিম। তিনি বলেন, ‘যেসব দর্শক ৫০ টাকার টিকেট কিনেও গ্যালারিতে ঢুকতে পারেননি তাদের টিকেট প্রদর্শন স্বাপেক্ষে ১০০ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে। ভবিষ্যতে এমন পরিস্থিতি আর ঘটবে না।’ বৃহস্পতিবারের ম্যাচে একাদশে চারটি পরিবর্তন নিয়ে মাঠে নামে লাল-সবুজরা। গত ম্যাচে খেলা লেফটব্যাক ওয়ালী ফয়সাল, ডিফেন্সিভ মিডফিল্ডার-অধিনায়ক জামাল ভুঁইয়া, রাইটব্যাক বিশ্বনাথ ঘোষ এবং ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিল। তাদের পরিবর্তে মাঠে নামেন লেফটব্যাক সুশান্ত ত্রিপুরা, মিডফিল্ডার ইমন মাহমুদ, রাইটব্যাক রহমত মিয়া এবং ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজ। তবে খেলা শুরুর আগে প্রেসবক্সে কর্মরত ক্রীড়া সাংবাদিকদের কাছে বাফুফে যে খেলোয়াড় তালিকা সরববরাহ করে তা নিয়ে বিভ্রান্তিতে পড়েন তারা। কারণ তালিকায় মামুনুল ইসলামকে অধিনায়ক হিসেবে দেখানো হয়। অথচ মাঠে তাকে দেখাই যায়নি। বরং অধিনায়কের বাহুবন্ধনী পরতে দেখা যায় ডিফেন্ডার তপু বর্মণকে। খেলা শুরুর কিছুক্ষণের মধ্যেই অবশ্য নতুন সংশোধিত খেলোয়াড় তালিকা সরবরাহ করে ‘পাপমোচন’ করে বাফুফে। পুরো ম্যাচে একমাত্র গোল হজমের বিষয়টি বাদ দিলে বাকি ৭৬ মিনিটই রাজত্ব-আধিপত্য বিস্তার করে খেলেছে বাংলাদেশ। প্রচুর আক্রমণ শাণিয়েছে। গোলের সুযোগ সৃষ্টি করেছে। শুধু গোলটিই করতে পারেনি। কখনও ছোট পাস, কখনও লম্বা পাস, কখনও চোখ ধাঁধানো ড্রিবলিং... দর্শকরা হয়েছেন মুগ্ধ। কিন্তু জয় দেখার সৌভাগ্য হয়নি তাদের। ভাল খেললেই যে জেতা যায় না সেটা যেন আরেকবার প্রমাণ করলো জেমি ডে’র শিষ্যরা।
×