ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেরপুর-৩ আসনে মনোনয়ন প্রত্যাশীর সমাবেশ

প্রকাশিত: ০৪:২০, ৬ অক্টোবর ২০১৮

 শেরপুর-৩ আসনে মনোনয়ন প্রত্যাশীর সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৫ অক্টোবর ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমের উদ্যোগে এক সুধী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ঝিনাইগাতী মহিলা আদর্শ মহাবিদ্যালয় মাঠে আয়োজিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম। ওইসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, স্বাধীনতার ৪৭ বছরেও ঝিনাইগাতীর মাটি থেকে বড় রাজনৈতিক দলগুলো জাতীয় সংসদ নির্বাচনে কোন এমপি প্রার্থী মনোনয়ন দেয়নি। ফলে এ উপজেলা থেকে আজও কোন সংসদ সদস্য নির্বাচিত হয়নি। এতে এ উপজেলা পিছিয়ে পড়া একটি অবহেলিত উপজেলা হিসেবে পরিচিত। এ জন্য দীর্ঘদিনের কষ্ট ও অবহেলিত অঞ্চলের উন্নয়নে ঝিনাইগাতীবাসী একাট্টা হয়েছে- এ উপজেলা থেকে এমপি মনোনয়ন পেতে। অন্য বক্তারা বলেন, আওয়ামী লীগ নেতা নাইম প্রায় ২০ বছর ধরে দলের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি দলের জন্যে শুধু দিয়েই আসছেন। গত ৩টি জাতীয় নির্বাচন থেকে তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশা করে আসছেন। এ আসন থেকে এবার ১৪ জন দলের মনোনয়নপ্রত্যাশী হলেও ঝিনাইগাতী উপজেলা থেকে তিনি একক অবস্থানে রয়েছেন। তাই আগামী নির্বাচনে ঝিনাইগাতীর মাটি থেকে নাইমকে মনোনয়ন দিতে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-দৃষ্টি কামনা করেন তারা। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শরিফ উদ্দিন সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান জামসেদ আলী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবদীন খান, সাধারণ সম্পাদক এসএম আমিরুজ্জামান লেবু, সাংগঠনিক সম্পাদক হারুন উর রশিদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা ভাইস-চেয়ারম্যান আমিরুল ইসলাম মক্কু, মহিলা ভাইস-চেয়ারম্যান লাইলী বেগম, মহিলা কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান, রাংটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা শামসুল আলম, মোজাম্মেল হক, আইয়ূব আলী ফর্সা, আনার উল্যাহ, মোঃ আব্দুল্লাহ, আব্দুর রহিম, শাহরীয়ার খান শাওন প্রমুখ। ওই সমাবেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীসহ স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, পেশাজীবী ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
×