ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সেলাই মেশিন প্রদান

প্রকাশিত: ০৭:০৩, ২ অক্টোবর ২০১৮

সেলাই মেশিন প্রদান

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১ অক্টোবর ॥ জেলার হিজড়া, বেদে, দলিত ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান ও দক্ষতা উন্নয়ন কর্মসূচীর আওতায় ঠাকুরগাঁওয়ে ৫০ দিনব্যাপী প্রশিক্ষণ শেষে আনুষ্ঠানিকভাবে সনদপত্র ও সেলাই মেশিন প্রদান করা হয়েছে। এ উপলক্ষে সোমবার ঠাকুরগাঁও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শহর সমাজসেবা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিলাব্রত কর্মকার। সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুর রহিম, হিজড়াদের নেতা নাদিরা বেগম ও রুবেল। এ প্রশিক্ষণে ১৮ বছরের উর্ধে কর্মক্ষম হিজড়া, বেদে, দলিত ও অনগ্রসর নৃগোষ্ঠীর এক শ’ সদস্য অংশ নেন। মাদকসহ মেম্বার আটক সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ১ অক্টোবর ॥ বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের আরাজি বাইখীর গ্রামে অভিযান চালিয়ে তালিকাভুক্ত মাদক সম্রাট চতুল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য এখলাছউদ্দিন মোল্যা ওরফে টুটুলকে সোমবার ভোরে আটক করেছে র‌্যাব-৮ ফরিদপুর সিপিসি-২ ক্যাম্পের একটি দল। এ সময় তার কাছ থেকে ১১০ ইয়াবা ও ইয়াবা সেবনের বিপুল পরিমাণ উপকরণ জব্দ করা হয়। র‌্যাব-৮ এর প্রেসনোট থেকে জানা যায়, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিনের নেতৃত্বে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। সে চতুল গ্রামের হাজী আব্দুর রউফ মোল্যার ছেলে।
×