ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওকিনাওয়ায় গবর্নর নির্বাচনে ভোট গ্রহণ শেষ

প্রকাশিত: ০৫:৪৮, ১ অক্টোবর ২০১৮

   ওকিনাওয়ায় গবর্নর নির্বাচনে ভোট গ্রহণ শেষ

ওকিনাওয়ার নতুন গবর্নর নির্বাচনের জন্য রবিবার ভোট অনুষ্ঠিত হয়েছে। জাপানের কৌশলগত এ দ্বীপটিতে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতির ভবিষ্যত নির্ধারণে এ নির্বাচনকে এক চ‚ড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। খবর এএফপির। দ্বীপে যুক্তরাষ্ট্রের একটি নতুন সামরিক ঘাঁটি নির্মাণ বিষয়ে পরস্পর বিরোধী দুই গবর্নর প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে সাম্প্রতিক জনমত জরিপগুলোতে বলা হয়েছে। প্রধানমন্ত্রী শিনজো আবের ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি সমর্থিত প্রার্থী হচ্ছেন আতসুশি সাকিমা (৫৪)। দলটি নতুন বিমান ঘাঁটি মেনে নেয়ার জন্য দ্বীপে প্রক্রিয়া চালাচ্ছে দীর্ঘদিন যাবত। আতসুশি সাকিমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অন্য প্রার্থী এক মার্কিন মেরিন সেনার ছেলে ডেনি তামাকি। তিনি এ নতুন ঘাঁটির বিরুদ্ধে ব্যাপক প্রচার অভিযান চালিয়েছেন। তিনি একজন বিরোধী দলীয় পার্লামেন্ট সদস্য। গবর্নর তাকেশি ওনাগা গত মাসে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর এ নির্বাচনের আয়োজন করা হয়। ওনাগা বলেছেন, জাপানে মার্কিন ঘাঁটিগুলোর ব্যয় সমভাবে বহন করতে হবে। ওকিনাওয়ার আয়তন জাপানের মোট ভ‚মির এক শতাংশেরও কম। কিন্তু দেশটিতে মোতায়েন প্রায় ৪৭ হাজার আমেরিকান সামরিক সদস্যের মধ্যে প্রায় ২৮ হাজার মার্কিন সৈন্যের অবস্থান ওকিনাওয়াতে। মার্কিন সৈন্য ও স্টাফদের সংঘটিত গোলযোগ দুর্ঘটনা ও অপরাধে স্থানীয় বাসিন্দারা হতাশ হয়ে পড়েছেন দীর্ঘদিন যাবত। উপরন্তু, দেশের মিউনিসিপ্যালিটিগুলো ওকিনাওয়ার ব্যয়ভারে অংশ নিতে সম্মত নয়। ওনাগা সমুদ্রে নতুন স্থাপনার জন্য ভ‚মি গ্রহণ প্রচেষ্টা রোধের চেষ্টা করেছেন এবং তিনিও জাতীয় সরকার বিষয়টি মীমাংসার জন্য পরস্পর বিরোধী মামলা দায়ের করেন। সুপ্রীমকোর্ট সরকারের পক্ষে রায় দেয়।
×