ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রনি-লুশা মির্জার ‘কেটেছে একেলা’

প্রকাশিত: ০৪:২৮, ২৯ সেপ্টেম্বর ২০১৮

 রনি-লুশা মির্জার ‘কেটেছে একেলা’

স্টাফ রিপোর্টার ॥ শিল্পী তানভীর দাউদ রনি ও লুশা মির্জা বাল্যবন্ধু। সম্প্রতি ‘কেটেছে একেলা’ শিরোনামের জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীতের মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে গাইলেন এই দুই শিল্পী। ‘কেটেছে একেলা’ গানটির ভিডিও ইউটিউবে প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ঢুলি। মিউজিক ভিডিও নির্মাণ করেছে জনপ্রিয় মিউজিক ভিডিও নির্মাণকারী প্রতিষ্ঠান ইমিউজিক। গত ২৩ সেপ্টেম্বর গানটি প্রকাশ করা হয়। তানভীর দাউদ রনি ও লুশা মির্জা শুধু বাল্যবন্ধুই নন তারা সতীর্থও বটে। ওস্তাদ ফুল মোহাম্মদের শিষ্য তারা। এক সঙ্গে গান গাওয়া প্রসঙ্গে রনি বলেন, আমার ছোটবেলার গানের বন্ধু লুশা। ছোটবেলা থেকেই আমরা জাতীয় পর্যায়সহ অনেক প্রতিযোগিতায় অংশ নিয়েছি। আমি দেশের গান, নজরুল সঙ্গীত আর উচ্চাঙ্গ সঙ্গীতের পাশাপাশি রবীন্দ্রসঙ্গীতও গাইতাম। তবে লুশা এবং আমাদের আরও কিছু বন্ধু রবীন্দ্রসঙ্গীত চর্চা করত। ‘কেটেছে একেলা’ গানটির সঙ্গীতায়োজন আমি করেছি।এই ক্ষেত্রে রনি বিশেষভাবে কৃতজ্ঞতা জানান ‘পার্থিব’ ও ‘মেঘদলে’র সদস্য কিবরিয়াকে। গান করার পাশাপাশি সঙ্গীত আয়োজক ও কীবোর্ড বাদক হিসেবে বেশ নাম আছে রনির। অন্যদিকে রনির সঙ্গে গান করা প্রসঙ্গে লুশা মির্জা বলেন, অনেকদিন ধরেই ইচ্ছে ছিল ছোটবেলার গানের বন্ধু রনির সঙ্গে গান করার। তিনি আমার বহু গানের সঙ্গীত পরিচালক থাকলেও একসঙ্গে কখনও গাওয়া হয়নি। এবার ট্র্যাক রেডি হয়ে গেলে তাকে অনুরোধ করি গাইবার জন্য। এবারে তিনি রাজি হন। গানের পাশাপাশি ইলানের পরিচালনায় এই মিউজিক ভিডিওটি নিয়ে আমি বেশ আশাবাদী। আশা করি ভাল কিছু হয়েছে।
×