ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চেয়ারম্যান হত্যার বিচার দাবি

প্রকাশিত: ০৫:৫১, ২৮ সেপ্টেম্বর ২০১৮

চেয়ারম্যান হত্যার বিচার দাবি

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টুর হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার সকালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সলিল কুমার মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান ঢালী প্রমুখ। মানববন্ধনে নিহতের বাবা মুক্তিযোদ্ধা সুকলাল হালদারসহ নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন। গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় কারফা বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ইউপি চেয়ারম্যান বিশ^জিৎ হালদার নান্টু। রামগতিতে নৌকার পক্ষে গণমিছিল নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২৭ সেপ্টেম্বর ॥ সংসদ নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের মার্কা নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে রামগতিতে বৃহস্পতিবার বিকেলে সাড়ে ৫টার দিকে বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। রামগতি উপজেলা যুবলীগ ও পৌর যুবলীগের উদ্যোগে আওয়ামী লীগ যুব ও ক্রীড়া কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক আব্দুজ্জাহের সাজুর সার্বিক সহযোগিতায় গণমিছিলটি উপজেলা শহরে পাইলট গার্ল হাইস্কুল মাঠ থেকে শুরু হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে আবার সেখানে এসে সমাবেশে মিলিত হয়। এতে নেতৃত্ব দেন, রামগতি উপজেলা যুবলীগ আহ্বায়ক মেজবাহ উদ্দিন ভিপি হেলাল, যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ রাকিব, ওসমান গনি, পৌর আহ্বায়ক জিয়া উদ্দিন দিপু, কাউছার আহমেদ রুবেল, জাবেদ আমিন রাসেল, তৌহিদ আকবর, সুমন, রাহিদ, বিপ্লব এবং বাবুল প্রমুখ। এতে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী সমেবেত হয়।
×