ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেজর মান্নান দুদকের তলবে হাজির হচ্ছেন না

প্রকাশিত: ০৬:৩১, ২৭ সেপ্টেম্বর ২০১৮

মেজর মান্নান দুদকের তলবে হাজির হচ্ছেন না

স্টাফ রিপোর্টার ॥ আর্থিক প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানির (বিআইএফসির) সাবেক চেয়ারম্যান ও রাজনৈতিক দল বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আবদুল মান্নান দুর্নীতি দমন কমিশনের (দুদক) ডাকে হাজির হচ্ছেন না। তিনি ও তার পরিবারের বিরুদ্ধে ৫শ’ ১৮ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাত করার অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে তাকে দুদকে তলব করা হয়। কিন্তু আব্দুল মান্নান সিঙ্গাপুরে চিকিৎসা গ্রহণ করছেন এমন তথ্য জানিয়ে জনৈক ব্যক্তি এক মাস সময় চেয়ে দুদকের অনুসন্ধান কর্মকর্তা বরাবর চিঠি দিয়েছেন। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রনব কুমার ভট্টাচার্য্য জনকণ্ঠকে এ তথ্য জানিয়েছেন। গত ২৪ সেপ্টেম্বর দুদকের উপ-পরিচালক এস এম সাহিদুর রহমানের সই করা তলবি নোটিস পাঠানো হয়েছিল। চিঠিতে আবদুল মান্নানকে আগামী ২৭ সেপ্টেম্বর হাজির হতে বলা হয়েছিল। দুদক সূত্র জানায়, ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত বিআইএফসির মোট বকেয়া ঋণ প্রায় ৮শ’ ৫৭ কোটি টাকা। এর ৯৩ শতাংশ অর্থাৎ ৭শ’ ৯৭ কোটি টাকা খেলাপী। এর মধ্যে ৫শ’ ১৮ কোটি টাকা প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান আবদুল মান্নানের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের।
×