ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আশ্বিনে শিশিরের বদলে অসহ্য গরম

প্রকাশিত: ০৫:৪৯, ২০ সেপ্টেম্বর ২০১৮

আশ্বিনে শিশিরের বদলে অসহ্য গরম

স্টাফ রিপোর্টার ॥ ‘আসবে আবার আশ্বিন-হাওয়া, শিশির ছেঁচা রাত্রি। প্রকৃতিতে এখন বাংলা আশ্বিন মাস বিরাজ করলেও নেই শিশির ছেঁচা রাতের দেখা। দিন ও রাতে অসহ্য গরমে অতিষ্ঠ গোটা দেশবাসী। আবহাওয়া অফিস বলছে সাগরে লঘুচাপের কারণে মৌসুমি বায়ু প্রবাহ পশ্চিম দিকে ঘুরে গেছে। ফলে আকাশে জমছে না মেঘ। বাতাস নেই। তাপমাত্রাও বেড়ে চলেছে। দেশের কোথাও কোথাও চলছে মৃদু তাপপ্রবাহ। এ কারণে অসহ্য গরমের অনুভূতি বিরাজ করছে। আগামীকাল শুক্রবার পর্যন্ত একই অবস্থা থাকবে। প্রকৃতিতে আশ্বিন মাসকে অনেক সময় শীতের আগমনী মাস হিসেবে বিবেচনা করা হয়। এই মাসে শীতে না এলেও রাতে শিশির ঝরতে শুরু করে। দিন ও রাতের তাপমাত্রার ব্যাপক পার্থক্য থাকে। কিন্তু এ বছর প্রকৃতি শুরু থেকেই উল্টো আচরণ করছে। এবার গোটা গ্রীষ্মে যেমন গরমে দেখা মেলেনি, তেমনি বর্ষায়ও স্বাভাবিক বৃষ্টিপাত হয়নি। প্রকৃতিতে শীতের আগমনী ভাব থাকার কথা থাকলেও গ্রীষ্মের কাঠফাটা গরমে চেয়ে বেশি গরম যেন চেপে বসেছে। দিনের বেলায় প্রচ- রৌদ্রতাপের কারণে বাইরে বের হওয়া মুশকিল হয়ে পড়ছে। গা থেকে দরদর করে ঘাম বের হওয়ার পাশাপাশি যানবাহনের লোহার হাতল, দ-ও গরম হয়ে যাচ্ছে। একই অবস্থা রাতের পরিস্থিতিতে। ফ্যানের বাতাসও যেন গরম হয়ে পড়ছে। শরীর থেকে ঘাম যেন শুকাতে চায় না। আবহাওয়া অফিস জানিয়েছে, বাতাসে জলীয় কণার পরিমাণ বৃদ্ধির কারণে দিন ও রাতে তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকছে। ফলে রাতেও একই ধরনের গরমে অনুভূতি দেখা দিচ্ছে।
×