ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিমসটেক সেমিনারে সেনাপ্রধান

প্রকাশিত: ০৫:৪০, ১৭ সেপ্টেম্বর ২০১৮

  বিমসটেক সেমিনারে সেনাপ্রধান

ভারতের পুনেতে মাল্টিন্যাশনাল ফিল্ড ট্রেনিং এক্সারসাইজে (মাইলেক্স) বিমসটেক সদস্য দেশসমূহের সেনাবাহিনী প্রধানগণের অংশগ্রহণে (চিফ্স কনক্লেভ) অনুষ্ঠিত ‘পসিবিলিটি অব ক্রিয়েটিং ভায়াবল রিজিওনাল সিকিউরিটি আর্কিটেকচার টু ডিল উইথ থ্রেটস- টেরোরিজম এ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম’ শীর্ষক সেমিনারে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান বাংলাদেশের প্রেক্ষাপটে উক্ত বিষয়বস্তুর ওপর শনিবার তাঁর বক্তব্য উপস্থাপন করেছেন। উল্লেখ্য, বে অব বেঙ্গল ইনেশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল এ্যান্ড ইকনোমিক কো অপারেশন- বিমসটেক’র মাইলেক্স গত ১০ সেপ্টেম্বর শুরু হয়ে শেষ হয়েছে ১৬ সেপ্টেম্বর। সাত দিনব্যাপী এ অনুশীলনে বিমসটেকের সদস্য দেশসমূহ বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের সেনা সদস্যগণ অংশগ্রহণ করে। -আইএসপিআর
×