ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাইপলাইন স্থাপনে ধীরগতি ॥ কাজের মান নিম্ন

ময়মনসিংহ নগরবাসীর দুর্ভোগ

প্রকাশিত: ০৪:৪৭, ১৭ সেপ্টেম্বর ২০১৮

ময়মনসিংহ নগরবাসীর দুর্ভোগ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের জন্য পাইপলাইন স্থাপনে ধীরগতির খোঁড়াখুঁড়ির কাজে ভোগান্তি বেড়েছে ময়মনসিংহ নগরবাসীর। ব্রহ্মপুত্র সংলগ্ন কংগ্রেস জুবলি রোডের বিপিন পার্ক থেকে নগরীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা দুর্গাবাড়ি রোড ও সি, কে, ঘোষ রোড হয়ে মিন্টু কলেজ লেভেল ক্রসিং পর্যন্ত এই খোঁড়াখুঁড়ির কাজ চলছে গত ৯ মাস ধরে। আগামী ডিসেম্বরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও কবে শেষ হবে তা বলতে পারছে না সংশ্লিষ্টরা। ওষুধের পাইকারি বাজার ছাড়াও বিভিন্ন এজেন্সির ট্রান্সপোর্ট ও ছাপাখানার ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে ওইসব এলাকায়। ধীরগতির কাজের কারণে এসব এলাকার ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বন্ধ রয়েছে অনেকের ব্যবসা প্রতিষ্ঠান। অভিযোগ উঠেছে তদারকি না থাকায় কাজ হচ্ছে খেয়ালখুশিমতো। এর আগে নিম্নমানের বক্স কালভার্ট ব্যবহারের অভিযোগে পৌরসভার প্রকৌশলীরা ভেঙ্গে গুঁড়িয়ে দিয়েছিল কালভার্ট। তারপরও বন্ধ হয়নি নিম্নমানের কাজ। বক্স কালভার্টের নিচে, চারপাশে ও ওপরেসহ সড়কের দুই পাশের ড্রেনের গাইডওয়ালে বালির পরিবর্তে কাদামাটি ব্যবহারের অভিযোগ করেছেন নগরবাসীসহ প্রত্যক্ষদর্শীরা। এ নিয়ে ক্ষুব্ধ ও হতাশ ময়মনসিংহের নাগরিক নেতৃবৃন্দসহ শ্রেণী পেশার মানুষ। পৌর কর্তৃপক্ষ সূত্র জানায়, নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প (তয় পর্যায়-ইউজিপ-৩) এর আওতায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে চার কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে কাজ চলছে। চলতি সালের গত জানুয়ারি মাসে কাজ শুরু করার কথা থাকলেও নানা জটিলতায় এর ৩ মাস পর গত মার্চ মাসে বর্ষা মৌসুমের শুরুতে এই কাজ ধরা হয়। কার্যাদেশ মতে আগামী ডিসেম্বরে এই কাজ শেষ হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবির অর্থ সহায়তায় ইউডিসি কনস্ট্রাকশন লিমিটেড নামের ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজ বাস্তবায়ন করছে। মূলত নগরের পানি নিষ্কাশনে এই প্রকল্প হাতে নেয়া হয়। নগরীর মিন্টু কলেজ লেভেল ক্রসিং থেকে সি, কে ঘোষ রোড ও দুর্গাবাড়ি রোড হয়ে ব্রহ্মপুত্র পারের বিপিন পার্ক পর্যন্ত ৭৬১ মিটার দৈর্র্ঘ্যরে সড়কে এই কাজের মধ্যে রয়েছে ১৪০০, ৯০০ ও ৬০০ মিমি ব্যাসের আরসিসি পাইপের রিং কালভার্ট স্থাপন, বক্স নির্মাণ এবং সড়কের উন্নয়ন কাজসহ নগরীর বড় বাজার ও ওল্ড পুলিশ ক্লাব রোড থেকে কানেকটিং ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন কাজ। শুরুতে নিম্নমানের আরসিসি পাইপের রিং কালভার্ট ব্যবহারের অভিযোগে বড়বাজার এলাকায় অভিযান চালিয়ে পৌরসভার প্রকৌশলীরা সব পাইপ ভেঙ্গে গুঁড়িয়ে দেয়। পরবর্তীতে কাজ শুরু হলেও চলে ধীরগতিতে। এসময় বিপিন পার্ক থেকে গাঙিনারপাড় ট্রাফিক মোড় পর্যন্ত পাইপ লাইন বসানো হয়েছে মাত্র। ধীরগতির কাজের কারণে ব্যস্ততম বাণিজ্যিক এলাকা বড় বাজার, ছোট বাজার, স্বদেশী বাজার ও দুর্গাবাড়ি রোডের ব্যবসায়ীদের দোকানপাট বন্ধ রাখতে হচ্ছে। ফলে মাসের পর মাস ধরে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। এছাড়া কাটাছেঁড়া ও খোঁড়াখুঁড়ির মাটি রাস্তার ওপর এলোমেলোভাবে ফেলে রাখার কারণে পথচারীদেরও চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। ময়মনসিংহ পৌরসভার প্রধান নির্বাহী একেএম তারিকুল আলম রবিবার ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভায় নিম্নমানের কাজের বিষয়টি অস্বীকার করে জানান, পৌর কর্তৃপক্ষের তদারকিতেই কাজ চলছে। নির্ধারিত সময়েই এই কাজ শেষ করার চেষ্টা চলছে।
×