ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হালবুসি ইরাকী পার্লামেন্টের নতুন স্পীকার

প্রকাশিত: ০৪:১৭, ১৭ সেপ্টেম্বর ২০১৮

হালবুসি ইরাকী পার্লামেন্টের নতুন স্পীকার

সুন্নি আইনপ্রণেতা মোহাম্মদ আল হালবুসি ইরাকী পার্লামেন্টের স্পীকার নির্বাচিত হয়েছেন। শনিবার স্পীকার নির্বাচনের ভোটাভুটিতে ৩২৯ আসনের ইরাকী পার্লামেন্টে ১৬৯ সদস্যের ভোট পেয়ে নির্বাচিত হন ৩৭ বছর বয়সী হালবুসি। -ইয়াহু নিউজ হালবুসি ইরাকের সাবেক প্রতিরক্ষামন্ত্রী খালেদ আল ওবেইদিকে পরাজিত করেন। পার্লামেন্টের অস্থায়ী নেতা শিয়া আইনপ্রণেতা হুশাম আল সুহায়িল ভোটের ফল ঘোষণা করেন। হালবুসি ইরাকের ইতিহাসে সবচেয়ে কম বয়সী স্পীকার বলে জানিয়েছেন তিনি। মে মাসে ইরাকের জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার আগে হালবুসি ইরাকের আনবার প্রদেশের গবর্নর ছিলেন। এর আগে ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত ইরাকী পার্লামেন্টের সদস্য হিসেবে দায়িত্বপালন করেছেন তিনি। ইরাকের জাতীয় নির্বাচনের পর ভোট গণনার জটিলতার জন্য গত মাসের আগে ফল ঘোষণা সম্ভব হয়নি। এ কারণে নির্বাচনের পর থেকে দেশটিতে রাজনৈতিক অচলাবস্থা বিরাজ করছিল।
×