ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় ককটেলসহ ১৬ জামায়াত- শিবির কর্মী আটক

প্রকাশিত: ০৪:০৭, ১৫ সেপ্টেম্বর ২০১৮

 বগুড়ায় ককটেলসহ ১৬ জামায়াত- শিবির কর্মী  আটক

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ শুক্রবার সকালে বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বিজরুল এলাকা থেকে ককটেল ও জিহাদী বইসহ জামায়াত-শিবিরের ১৬ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে জামায়াত উপজেলা শাখার ভারপ্রাপ্ত আমির আনোয়ারুল হকসহ জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের ক্যাডার রয়েছে। এ সময় কয়েকটি মোটরসাইকেলও আটক করা হয়। গ্রেফতারকৃত অন্যরা হলো- একরামুল রেজা, আব্দুল হামিদ, আব্দুল মালেক, মঞ্জুরুল ইসলাম, ইউনুছ আলী, আনোয়ার হোসেন, মনিরুল ইসলাম, আব্দুল আলিম, মোমিন, সুলতান আহম্মেদ, সাইফুল ইসলাম, গোলাম রব্বানী, বোরহান উদ্দিন, মোস্তফা ও আব্দুল হামিদ। পুলিশ জানায়, উপজেলার বিজরুল এলাকার মিয়াপাড়ায় জামায়াত নেতা আনোয়ারুলের বাড়িতে বৈঠক চলছিল। নাশকতার পরিকল্পনার জন্য জামায়াত-শিবিরের ক্যাডাররা ওই বৈঠক করছিল। এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের অভিযানে সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমিরসহ জামায়াত-শিবিরের ১৬ জনকে সেখান থেকে গ্রেফতার করা হয়। বৈঠকস্থল থেকে ৫টি ককটেল ও কিছু জিহাদী বই উদ্ধার করা হয়। এছাড়া ৫টি মোটরসাইকেলও সেখান থেকে আটক করা হয়।
×