ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় ৩৯ জনের নামে মামলা ॥ গ্রেফতার ২

প্রকাশিত: ০৬:২৮, ১১ সেপ্টেম্বর ২০১৮

সাতক্ষীরায় ৩৯ জনের নামে মামলা ॥ গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান কেএম মোশাররফ হোসেন গুলিতে নিহত হওয়ার ঘটনায় কালিগঞ্জ থানায় মামলা হয়েছে। নিহত চেয়ারম্যানের মেয়ে সাদিয়া ইসলাম বাদী হয়ে রবিবার রাতে ১৯ জনের নাম উল্লেখ করে ও ২০ জনকে অজ্ঞাত আসামি মামলাটি দায়ের করেছেন। এদিকে এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ এজাহার নামীয় দুইজনকে আটক করেছে। আটককরা হলেন এজাহার নামীয় ১০ নং আসামি মোজাফফর হোসেন ও ১৪ নং আসামি লাল্টু। কালিগঞ্জ থানা পুলিশ জানান, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান কেএম মোশাররফ হোসেন সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়ার ঘটনায় মামলার এক নং আসামি করা হয়েছে স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল গাইনকে। উল্লেখ্য, শনিবার রাত সাড়ে ১১ টার দিকে কৃষ্ণনগর বাজারে যুবলীগ অফিসে বসা অবস্থায় চেয়ারম্যান কেএম মোশারফ হোসেনকে গালে পিস্তল ঠেকিয়ে গুলি করে সন্ত্রাসীরা। এরপরও তারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে দ্রুত পালিয়ে যায়। কালিগঞ্জ হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান। ফরিদপুরে তরুণীর আপত্তিকর ভিডিও নেটে ॥ যুবক গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১০ সেপ্টেম্বর ॥ ফরিদপুরে ২০ বছরের এক তরুণীকে ধর্ষণ করে তা ভিডিওতে ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগে সুমন মোল্লা ওরফে গোলজার মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সুমন রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রমজান মাতুব্বর পাড়া গ্রামের বাসিন্দা। পুলিশ জানান, ওই ব্যক্তির বিরুদ্ধে ফরিদপুর ভাঙ্গা উপজেলার ২০ বছর বয়সী এক তরুণীকে ধর্ষণ করে সে দৃশ্য ভিডিওতে ধারণ করে ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার অভিযোগ রয়েছে। পুলিশ আরও বলেন, সুমন পেশায় এজন রাজমিস্ত্রি। ভাঙ্গা এলাকায় কাজের সূত্র ধরে তার সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। এ পরিচয়ের সূত্র ধরেই সুমন মোল্লা আনুমানিক তিনমাস আগে ওই তরুণীকে ধর্ষণ করে এবং বিভিন্ন আপত্তিকর ছবি ও ভিডিও গোপনে ধারণ করে।
×