ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেরুদণ্ডের পরীক্ষায় রিপোর্ট এলো ব্রেন ক্যান্সার!

প্রকাশিত: ০৫:৫০, ৫ সেপ্টেম্বর ২০১৮

মেরুদণ্ডের পরীক্ষায় রিপোর্ট এলো ব্রেন ক্যান্সার!

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ মেরুদণ্ডের হাড়ের ব্যাথায় ভুগছিলেন চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকার বাসিন্দা নাজির আহমেদ (৮৫)। ল্যাবরেটরিতে পরীক্ষার রিপোর্টে এলো ব্রেন ক্যান্সার! এমন রিপোর্ট পেয়ে হতভম্ব তার পরিবারের সদস্যরা। রিপোর্টটি এসেছে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশে অবস্থিত শেভরন ক্লিনিক ল্যাবটেরিজ লিমিটেডের পরীক্ষায়। সূত্র জানায়, নাজির আহমেদ মেরুদ-ে আঘাত পেয়ে প্রথমে ভর্তি হয়েছিলেন নগরীর জিইসি এলাকায় অবস্থিত একটি ক্লিনিকে। কিন্তু সেখানে এমআরআই পরীক্ষার ব্যবস্থা না থাকায় চিকিৎসকের পরামর্শে গত ২ সেপ্টেম্বর আসেন শেভরনে। সেখানে তিনি মেরুদ-ের নিচের অংশের পরীক্ষা করান। এর রিপোর্ট দেয়া হয় পরদিন ৩ সেপ্টেম্বর সোমবার। কিন্তু বিস্ময়কর হলো মেরুদ-ের পরীক্ষার রিপোর্টে ফাইন্ডিং লেখা হয় ‘ব্রেন ক্যান্সার।’ শুধু তাই নয়, কোষের অস্বাভাবিক বৃদ্ধির কথাও উল্লেখ করা হয়েছে। ব্রেন ক্যান্সারের রিপোর্ট পেয়ে হতবাক তার স্বজনরা। তাদের প্রশ্ন, পরীক্ষা হলো কী, আর রিপোর্টে এলো কিসের। ব্রেনের পরীক্ষা তো করাই হয়নি। তাহলে ব্রেন ক্যান্সার শনাক্ত হয় কিভাবে? তবে শেভরন কর্তৃপক্ষ বলছে, এটি প্রিন্টিংয়ের ভুল। অন্যের পরীক্ষার রিপোর্ট ভুলবশত নাজির আহমেদের রিপোর্টে চলে যায়। সেজন্য তা বাতিল করা হয়েছে। চট্টগ্রামের সিভিল সার্জন ডাঃ আজিজুর রহমান সিদ্দিকী এ প্রসঙ্গে জনকণ্ঠকে বলেন, এ ধরনের একটি অভিযোগের কথা শুনেছি। কিন্তু লিখিতভাবে কেউ অবহিত করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনকে জানানো হবে।
×