ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে জন্মাষ্টমী উৎসবের ব্যাপক প্রস্তুতি

প্রকাশিত: ০৬:৫৭, ১ সেপ্টেম্বর ২০১৮

চট্টগ্রামে জন্মাষ্টমী উৎসবের ব্যাপক প্রস্তুতি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে লাখো ভক্তের অংশগ্রহণে জন্মাষ্টমীর শোভাযাত্রা বের করার প্রস্তুতি সম্পন্ন করেছে জন্মাষ্টমী উদযাপন পরিষদ। রবিবার সকাল ১০টায় নগরীর কোতোয়ালি থানার জেএম সেন হল থেকে এই শোভাযাত্রা শুরু হবে। প্রধান অতিথি থেকে শোভাযাত্রা উদ্বোধন করবেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার অনিন্দ্য ব্যানার্জী। শুক্রবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এবারের জন্মাষ্টমী উৎসব আয়োজনের বিস্তারিত তুলে ধরেন জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের সাধারণ সম্পাদক বিমল কান্তি দে। লিখিত বক্তব্যে তিনি বলেন, সনাতন ধর্মের প্রাণপুরুষ, মধ্যযুগের বাংলা সাহিত্যের অশেষ প্রেরণাময় ভাবসঞ্চারী শ্রীকৃষ্ণ আজ থেকে ৫২৪৫ আগে দ্বাপর যুগের ক্রান্তিলগ্নে পৃথিবীতে অবতীর্ণ হয়ে দানবককুলের কুটিল ধূ¤্রজাল ও সঙ্কটাবর্ত ধ্বংস করে তখনকার সামাজিক ও ধর্মীয় তীর্থকে রক্ষা করেছিলেন। তারই আধ্যাত্মিক ও জনকল্যাণমুখী কর্মকান্ডের স্মারক অনুষ্ঠান জন্মাষ্টমী মহোৎসব, যা মধুরতম যোগলীলার ভাব উদ্দীপক। সংবাদ সম্মেলন থেকে ১১ দফা দাবিও তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা ও সমঅধিকার, সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য পৃথক মন্ত্রণালয় গঠন, হিন্দু সম্প্রদায়ের ওপর সন্ত্রাস সৃষ্টিকারীদের মানবতাবিরোধী হিসেবে বিশেষ ট্রাইব্যুনালে বিচার, বেদখল হয়ে যাওয়া মঠ, মন্দির ও দেবোত্তর সম্পত্তি উদ্ধার এবং সংরক্ষণে প্রয়োজনীয় আইন প্রণয়ন, দুর্গাপূজায় চারদিনের সরকারী ছুটি ঘোষণা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে ফাউন্ডেশনে দাবি করা, হামলায় বিধ্বস্ত মঠ, মন্দির এবং সরকারী উদ্যোগে রামুর বৌদ্ধ বিহারের মতো সেনাবাহিনীর দ্বারা পুনর্নির্মাণ, অর্পিত সম্পত্তি মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে প্রতি জেলায় বিশেষ আদালত, বাংলা নববর্ষের তারিখ বিভ্রাটের অবসান, প্রতি জেলায় শ্রীকৃষ্ণ মন্দির প্রতিষ্ঠায় সরকারী জায়গা বরাদ্দ এবং জন্মাষ্টমী উৎসবে সরকারী ভোগ্যপণ্য বরাদ্দের ব্যবস্থা করা।
×