ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ ঘিরে উৎসব-আমেজ

প্রকাশিত: ০৫:৪০, ২৭ আগস্ট ২০১৮

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ ঘিরে উৎসব-আমেজ

তাহমিন হক ববী, নীলফামারী থেকে ॥ প্রাণের স্পন্দন ফিরে পাওয়া নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে যেন আলোর ঝলকানি ফুটে উঠেছে। চারিদিকে ছড়িয়ে পড়েছে সাজ সাজ রব। সাফ ফুটবলের ড্রেস রিহার্সালে আগামী ২৯ আগস্ট উত্তরবঙ্গের নীলফামারীতে শেখ কামাল স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। এই খেলা ঘিরে নীলফামারীতে আয়োজনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। সংশ্লিষ্ট সূত্র মতে আজ দুপুরে শ্রীলঙ্কা ও ২৮ আগস্ট সকালে বাংলাদেশ জাতীয় দলের ফুটবল খেলোয়াড় ঢাকা হতে বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে এসে নামবে। দুই দলের ম্যানেজার, কোচ ও খোলোয়াড় অবস্থান নিবে রংপুর বিভাগীয় শহরের নর্থভিউ হোটেলে। রংপুরে মঙ্গলবার দুপুরে উভয় দলের ম্যানেজার, কোচ ও অধিনায়ক সংবাদ সম্মেলনে অংশ নেবে। এরপর বুধবার বিকেল ৩টায় উভয়দল মুখোমুখি হবে প্রস্তুতিমূলক ম্যাচে। প্রায় ২০ হাজার দর্শক ধারণক্ষমতার শেখ কামাল স্টেডিয়ামে এই খেলার টিকেট গতকাল (রবিবার) থেকে তিনদিন (২৬, ২৭, ২৮ আগস্ট) পর্যন্ত জেলার ১১টি বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখায় ও স্টেডিয়াম গেটে টিকেট পাওয়া যাবে। প্রথমদিন সাড়ে ১২ হাজার টিকেট নিমিষেই শেষ হয়ে যায়। টিকেট পেতে শুধু নীলফামারী জেলার বাহিরের ফুটবলপ্রেমীরা ছুটে এসেছেন। খেলার টিকেট যেন সোনার হরিণ। তবে টিকেটের চাহিদা আসন সংখ্যার চেয়ে অনেক বেশি হওয়ায় অনেকেই স্টেডিয়ামের গ্যালারিতে বসে খেলা থেকে বঞ্চিত হবে। খেলাটি বাংলাদেশ টেলিভিশনসহ বেশ কয়েকটি বেসরকারী টিভি চ্যানেল সরাসরি সম্প্রচার করবে বলে জানা গেছে। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ স¤পাদক আরিফ হোসেন মুন জানান, আগামী ৪ সেপ্টেম্বর থেকে ঢাকায় শুরু হবে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপখ্যাত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। তবে এর আগেই দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দল একটি আন্তর্জাতিক প্রীতিম্যাচ খেলবে। আগামী ২৯ আগস্ট এই ম্যাচটি নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের নিয়ম-কানুন অনুসারে অনুষ্ঠিত হবে। ভিআইপি গ্যালারির আসন সংখ্যা ৩৬৯ ও সাধারণ গ্যালারির আসন সংখ্যা ১৯ হাজার ও সংরক্ষিত নারীদের আসন সংখ্যা ১ হাজার। দ্বিতীয় ও তৃতীয়দিনে বাকি টিকেট বিক্রি শেষ হয়ে যাবে। তিনি জানান, চাহিদা অনুযায়ী আমরা হয়তো টিকেট দিতে পারব না। টিকেটের মূল্য রাখা হয়েছে ভিআইপি গ্যালারি ১০০০ টাকা ও সাধারণ গ্যালারি ১০০ টাকা। সংরক্ষিত মহিলা গ্যালারি ১০০০ টিকেট ও ভিআইপি ৩৬৯ টিকেট স্টেডিয়াম ভবন কাউন্টারে পাওয়া যাচ্ছে। সাধারণ (পুরুষদের) টিকেট বিক্রি হচ্ছে দি ফারমার্স ব্যাংক লিঃ নীলফামারী শাখা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক নীলফামারী শাখা, পূবালী ব্যাংক লিঃ নীলফামারী শাখা, অগ্রণী ব্যাংক লিঃ নীলফামারী শাখা, ঢাকা ব্যাংক লিঃ সৈয়দপুর শাখা, সোনালী ব্যাংক লিঃ জলঢাকা শাখা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ডোমার শাখা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কাজীরহাট শাখা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক টেঙ্গনমারী হাট শাখা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক গোড়গ্রাম শাখা ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক যাদুরহাট শাখায়। পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন জানান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে আন্তর্জাতিক এই প্রীতি ফুটবল ম্যাচের জন্য তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আর্চওয়ে দিয়ে প্রবেশ করা ছাড়াও শরীর তল্লাশি করে ঢুকতে দেয়া হবে দর্শকদের। এছাড়া পানির বোতল, ব্যাগ নিয়ে ভেতরে প্রবেশ করতে পারবেন না দর্শকরা। খেলায় সকল প্রকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে জেলা পুলিশ বাহিনীর সঙ্গে র‌্যাব ও ৫৬ বিজিবি সকল প্রস্তুতি গ্রহণ করেছে। নীলফামারী জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন বলেন, নীলফামারীতে এর আগে কখনও আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি। এবারই প্রথম। যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সেজন্য সবারই সহযোগিতা প্রয়োজন। ম্যাচটির ফলে উপকৃত হবে নীলফামারীর ক্রীড়াঙ্গন তথা ক্ষুদে খেলোয়াড়রা। প্রসঙ্গত দেশের মাটিতে প্রতিপক্ষ হিসেবে শ্রীলঙ্কা খুবই পরিচিত এক নাম। এর আগে ২০১৪ সালের ২৪ অক্টোবর যশোরে ও ২৭ অক্টোবর রাজশাহীতে লঙ্কানদের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতিম্যাচ খেলেছিল বাংলাদেশ। যশোরে ১-১ গোলে ড্র করলেও রাজশাহীতে ১-০ গোলে জিতে মাঠ ছাড়ে লাল-সবুজ জার্সিধারীরা। এ ছাড়া ২০১৬ সালের ৮ জানুয়ারি যশোর শামসুল হুদা স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ৪-২ গোলের জয়টি ভুলে যাওয়ার কথা নয়। অনেকদিন পর বাংলাদেশের সামনে আবার লঙ্কানরা। এই ম্যাচে পাঁচদিন পরই ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ মিশন শুরু করবে বাংলাদেশ। পরের দিনই ভারতের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। ফলে প্রীতিম্যাচের আড়ালে দুই দলের জন্যই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। সাফে গ্রুপ-এতে বাংলাদেশের সঙ্গে আছে নেপাল, ভুটান ও পাকিস্তান। গ্রুপ-বিতে শ্রীলঙ্কার সঙ্গী ভারত ও মালদ্বীপ।
×