ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিখোঁজ সন্তানদের স্মরণ

ইস্তানবুলে মায়েদের প্রতিবাদ সমাবেশ ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ

প্রকাশিত: ০৫:৩২, ২৭ আগস্ট ২০১৮

  ইস্তানবুলে মায়েদের  প্রতিবাদ সমাবেশ  ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ

তুরস্কের ইস্তানবুলে নিখোঁজ হয়ে যাওয়া সন্তানের মায়েদের এক প্রতিবাদ সমাবেশে কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এই মায়েরা ১৯৯০-র দশকে সহিংসতা চলাকালে তাদের হারিয়ে যাওয়া স্বজনদের স্মরণে নিয়মিতভাবে ওই প্রতিবাদ আয়োজন করে আসছেন। খবর বিবিসির। পুলিশ কর্মকর্তারা জলকামান ও কাঁদুনে গ্যাস ব্যবহার করে প্রতিবাদ ছত্রভঙ্গ করার পাশাপাশি প্রায় ৫০ জনকে আটক করে, যাদের মধ্যে অশীতিপর প্রতিবাদকারী এমিনে ওকাকও ছিলেন। যে ঘটনা নিয়ে মায়েদের এই প্রতিবাদ তা পিকেকের বিদ্রোহ যখন তুঙ্গে উঠেছিল তখনকার ঘটনা। ওকাকের ছেলে হাসানও ১৯৯৫ সালে আটকের পর থেকে নিখোঁজ রয়েছেন। আন্দোলনকারীরা জানিয়েছেন, ওই সময় আটকের পর থেকে যারা নিখোঁজ রয়েছেন তাদের পরিণতি কী হয়েছিল তুরস্ক সরকার তা কখনই তদন্ত করে দেখেনি। ‘স্যাটারডে মাদার্স’ নামে পরিচিত এই গোষ্ঠীটি ১৯৯৫ সাল থেকে নিয়মিতভাবে ইস্তানবুলের কেন্দ্রস্থলে জড়ো হয়ে প্রতিবাদ জানিয়ে আসছিল। এবারের সমাবেশটি তাদের ৭০০তম প্রতিবাদ। মানবাধিকার গোষ্ঠীগুলো পুলিশের এ ভূমিকার নিন্দা জানিয়েছে। এটা লজ্জাজনক, রাষ্ট্রের অপরাধের জন্য বিচার চাওয়া পরিবারগুলোর সঙ্গে নিষ্ঠুর আচরণ, বলেছেন হিউম্যান রাইটস ওয়াচের এম্মা সিনক্লেয়ার-ওয়েব। এক বিবৃতিতে ইস্তানবুলের স্থানীয় সরকার কর্তৃপক্ষ জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সোশ্যাল মিডিয়া একাউন্টগুলোতে এই প্রতিবাদের প্রচার চলতে থাকায় এটি নিষিদ্ধ করা হয়েছে। স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের ডাক দিয়ে পিকেকে ১৯৮৪ সাল থেকে তুরস্ক সরকারের বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়ে আসছে।
×