ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উদ্ধারকর্মীকে গালি দিল তোতা

প্রকাশিত: ০৪:৫৫, ২৬ আগস্ট ২০১৮

উদ্ধারকর্মীকে গালি দিল তোতা

লন্ডনে একটি তোতাপাখিকে উদ্ধার করতে গিয়ে গালিগালাজের শিকার হয়েছেন দমকল বাহিনীর এক সদস্য। ওই তোতাপাখিই তাকে গালিগালাজ দিয়েছে। শুধু ইংরেজী নয়, পাখিটি একই সঙ্গে গ্রীক আর তুর্কী ভাষাও জানে। বহুভাষী ম্যাকাও প্রজাতির ওই তোতার নাম জেসি। লন্ডনের এডমন্টন এলাকায় টানা তিনদিন নিজের বাড়ি ছেড়ে আরেক বাড়ির ছাদে থাকায় পাখিটি অসুস্থ হয়ে গেছে কি না ভাবনায় উদ্বিগ্ন হয়ে গত সোমবার তাকে উদ্ধারের জন্য সাহায্য কামনা করেন জেসির মালিক। খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালাতে ছুটে যায় লন্ডন দমকল বাহিনীর সদস্যরা। সোজা একটি মই নিয়ে পাখিটি ছাদের যে অংশে আছে সেখানে উঠে যান বাহিনী ব্যবস্থাপক এটিংক হর্জ। আর যায় কোথায়! মিষ্টি কথা বলে, খাবারের লোভ দেখিয়ে পাখিটিকে নেমে আসতে বললে, মুখ খারাপ করে একেবারে যাচ্ছেতাই ভাষায় গালাগাল করতে থাকে পাখিটি। ‘যা ভাগ, ফাক ইউসহ অন্যান্য নোংড়া গালিগালাজ করে জেসি। দমকল বাহিনীর আরেক কর্মকর্তা ক্রিস সোয়ালো জানান, এক বাটি খাবার নিয়ে নামিয়ে আনার জন্য হর্জ পাখিটিকে ‘আমি তোমাকে ভালোবাসি’ বলে ডাক দেয়। পাখির মালিকের পরামর্শ অনুসারেই সেটি বলা হয়েছিল। তাতে করে নাকি তার সঙ্গে বন্ধুত্ব মজবুত হবে আর উদ্ধার করতে সুবিধা হবে। কিন্তু কোথায় কী! দেখা গেল উল্টো প্রতিক্রিয়া। অবশেষে জেসি নিজে থেকেই বাড়ি ফিরে আসে।-ডেইলি মেইল অবলম্বনে।
×