ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে ফের বাংলা ভাইয়ের উত্থান হবে ॥ সংস্কৃতিমন্ত্রী

প্রকাশিত: ০৬:৫৪, ১৮ আগস্ট ২০১৮

 বিএনপি-জামায়াত  ক্ষমতায় এলে ফের বাংলা ভাইয়ের উত্থান হবে ॥ সংস্কৃতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার নীলফামারী ॥ সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নুর বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজ সম্পন্নে তার কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিবেদিত হয়ে কাজ করছেন। নেত্রীর একটাই স্বপ্ন মানুষের মুখে হাসি ফোটানো। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আমরা উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেলাম, যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন তাহলে এই স্বীকৃতি অনেক আগেই পেতাম। নুর বলেন, শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে বাংলাদেশ এগাচ্ছে আমরা আর পেছনে ফিরতে চাই না। আগামী নির্বাচনে তাকে আবারো ক্ষমতায় বসাতে হবে। যদি বিএনপি-জামায়াত ক্ষমতায় আসে তাহলে আবারো ট্রাকে ট্রাকে অস্ত্র আসবে, সন্ত্রাস, জঙ্গীবাদ আর বাংলা ভাইয়ের উত্থান ঘটবে। শুক্রবার বেলা ১১টায় নীলফামারী শহরের শহীদ মিনার প্রাঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ১৯৭১-র পরাজিত শক্তি স্বাধীনতাবিরোধীরা বঙ্গবন্ধু হত্যাকা- থেকে শুরু করে সিরিজ বোমা হামলা, ২১শে আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যা চেষ্টাসহ জঙ্গীবাদের সঙ্গেও জড়িত। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি আলিম উদ্দিন বসুনিয়া ও সাধারণ সম্পাদক আবুজার রহমান সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মমতাজুল হক, পৌর সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু প্রমুখ।
×