ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভৈরবে নিষেধাজ্ঞা অমান্য করে পৌরসভার নামে টোল আদায়

প্রকাশিত: ০৬:৪৮, ১৮ আগস্ট ২০১৮

ভৈরবে নিষেধাজ্ঞা অমান্য করে পৌরসভার নামে টোল আদায়

নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ১৭ আগস্ট ॥ ভৈরবে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শহরের ৭টি স্থানে চলছে পৌরসভার নামে টোল আদায়। টোল আদায়কে কেন্দ্র করে এক দিকে রাস্তায় লেগে থাকে যানজট। অন্য দিকে টাকা দিতে না চাইলে চালকদের সঙ্গে আদায়কারীদের বিবাদ লেগে থাকে। অনেক সময় টোল না দিলে গাড়ির ক্ষতিসহ চালকদের মারধর করা হয়। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শহরের বিভিন্ন পয়েন্টে কার্যক্রম চললেও প্রশাসনের পক্ষ থেকে নেই কোন নজরধারী। জানা গেছে, মহাসড়কে যানবাহন থামিয়ে টোল আদায় বন্ধ করতে হাইকোর্ট গত ২৫ জুলাই রুল জারি করে। এ বিষয়ে ব্যবস্থা নিতে সিটি এলাকা, জেলা, উপজেলা ও পৌর এলাকার সকল প্রশাসনকে নির্দেশনা দেয়া হয়েছে। টার্মিনালের বাইরে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে টোল আদায় অবৈধ ঘোষণা করা হয়েছে। কিন্তু আদালতের নিষেধাজ্ঞা মানছে না কেউ। প্রশাসনও নজরদারি করছে না। শুক্রবার সকালে ভৈরব পৌর বাসটার্মিনালের ২ কিমি দূরে মিন্টু মিয়া ফিলিং স্টেশনের কাছে গিয়ে দেখা গেছে, ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলকৃত মালবাহী ট্রাক, পিকআপ ও অনেক যাত্রীবাহী বাস থেকে পৌরসভার নামে টোল আদায় করছে। তাছাড়া, নরসিংদী, বেলাবো এলাকার প্রায় ২ হাজার সিএনজি চালিত অটোরিক্সা গ্যাস নিতে এশিয়ান হাইওয়ে সড়ক ব্যবহার করে ভৈরব আসে। তারা পৌরসভার সড়ক ব্যবহার না করেও পৌরসভার টোল পরিশোধ করতে হচ্ছে। প্রতিদিন প্রায় ২৫ হাজার টাকা অবৈধ টোল আদায় করা হচ্ছে। টোল দিতে অস্বীকার করলে চালকদের মারধর করা হয়। টোল আদায়কারী যুবকরা জানান, পৌরসভার সড়ক ব্যবহার না করলেও পৌরকর দিতে হবে এটা ইজারাদারের নির্দেশ। এ বিষয়ে ইজারাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। ভৈরবে বর্তমানে, টার্মিনালের ২/৩ কিমি দূরে জগনাথপুর, আমলাআড়ার মোড়, মা ও শিশু হাসপাতালের সামনে, দুর্জয় মোড় এলাকা, হাজী আসমত কলেজ, শম্ভুপুর ও সিলেট বাসস্ট্যান্ডে এলাকায় ঢাকা-সিলেট ও ভৈরব কিশোরগঞ্জ সড়কে চলাচলকৃত যানবাহন থেকে পৌরসভার নামে টোল আদায় করছে। ভৈরব থানার ওসি মোকলেসুর রহমান জানান, আদালতের নির্দেশ অমান্য করে কেউ নিয়মের বাইরে টোল আদায় করলে ব্যবস্থা নেয়া হবে।
×