ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাক পার্লামেন্টের অধিবেশন শুরু, শপথ নিলেন ৩২৯ এমপি

প্রকাশিত: ০৪:২৮, ১৪ আগস্ট ২০১৮

 পাক পার্লামেন্টের অধিবেশন শুরু, শপথ নিলেন ৩২৯ এমপি

পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষের ১৫তম অধিবেশন শুরু হয়েছে। জাতীয় পরিষদের ৩৪২ জন সদস্যের মধ্যে সোমবার ৩২৯ জন শপথ বাক্য পাঠ করেন। এরই মধ্যদিয়ে জাতীয় পরিষদের অধিবেশন শুরু হলো। স্পীকার আয়াজ সাদিক সুবিধাজনক সময়ে অপর সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। খবর ডন অনলাইনের। জাতীয় পরিষদে অযাচিত ঘটনা এড়াতে ও অবাঞ্ছিত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ২৫ জুলাই দেশজুড়ে সাধারণ নির্বাচনের পর এই অধিবেশন শুরু হলো। দেশটির ইতিহাসে দ্বিতীয়বারের মতো গণতান্ত্রিক উপায়ে ক্ষমতার পালাবদল হলো। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ও সম্ভাব্য প্রধানমন্ত্রী ইমরান খান ও অন্যান্য সম্মানিত রাজনৈতিক নেতারা এ সময় উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠানে পিএমএল-এন দলের প্রেসিডেন্ট শাহবাজ শরীফ, পিপিপি চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো-জারদারি ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিও উপস্থিত ছিলেন। টিভি ফুটেজে দেখা গেছে পিটিআই প্রধান ইমরান খান পিপিপি চেয়ারম্যান বিলওয়াল ভুট্টোর সঙ্গে হাত মেলাচ্ছেন ও তার সঙ্গে দাঁড়িয়ে ছবি তুলছেন।
×