ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টাইগাররা ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জেতায় ঢাবি ছাত্রলীগের আনন্দ মিছিল

প্রকাশিত: ০৬:০৪, ৮ আগস্ট ২০১৮

টাইগাররা ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জেতায় ঢাবি ছাত্রলীগের আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার ॥ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বীপক্ষীয় ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জয়ী বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। মঙ্গলবার বেলা তিনটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিন থেকে মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের নেতাকর্মীরা। মিছিলটি অপরাজেয় বাংলা, ডাকসু, কেন্দ্রীয় গ্রন্থাগার হয়ে সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। আনন্দ মিছিল শেষে বক্তব্যে রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস বলেন, সারাবিশ্বের কাছে এক বিস্ময়ের নাম বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু একটা সময় ছিল যখন বাংলাদেশ ক্রিকেট জগতে পিছিয়ে ছিল। কিন্তু বাঙালী জাতি উদ্যোগী জাতি, হার না মানা জাতি। যার কারণেই ক্রিকেট টিমের এত সফলতা। তিনি আরও বলেন, ছাত্রদল ও জামায়াতের দোসররা প্রতিটি আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে। কিন্তু তারা ব্যর্থ হয়ে বাড়িতে ঘোমটা দিয়ে লুকিয়ে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন বলেন, আমাদের কাছে ক্রিকেট এমন একটি খেলা, যে খেলার মাধ্যমে তরুণ সমাজ সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, মৌলবাদকে প্রতিহত করবে। তাছাড়া বাংলাদেশ ক্রিকেটের আজকের এই সাফল্যের পেছনে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনীতি। শুধু ক্রিকেট নয়, বিশ্বের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট এ সরকারের মাধ্যমে শুরু হয়েছে।
×