ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএনপির ষড়যন্ত্র জাতির সামনে ফাঁস হয়ে গেছে ॥ কাদের

প্রকাশিত: ০৫:৩০, ৬ আগস্ট ২০১৮

   বিএনপির ষড়যন্ত্র জাতির সামনে ফাঁস হয়ে গেছে ॥ কাদের

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ও তার দোসর সাম্প্রদায়িক অপশক্তি জামায়াত শিক্ষার্থীদের আন্দোলনের ওপর ভর করেছে তা প্রমাণ হয়ে গেছে। বিএনপি নেতা আমির খসরু মাহমুদের বক্তব্যে প্রমাণ হয়েছে বিএনপি একটি অরাজনৈতিক আন্দোলনকে রাজনৈতিক রং ও রূপ দিতে চলেছে। মির্জা ফখরুল ইসলামের সেই বক্তব্য সমর্থনের মাধ্যমে প্রমাণ হয়েছে শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে বিএনপির ষড়যন্ত্র। অবশেষে তাদের থলের বিড়াল মিউমিউ করে বেরিয়ে পড়েছে। বিএনপির ষড়যন্ত্র জাতির সামনে ফাঁস হয়ে গেছে। এটা এখন আর কোন গোপন বিষয় নয়। রবিবার বিকেলে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি ও তার দোসর সাম্প্রদায়িক অপশক্তি জামায়াত একেকবার একেক আন্দোলনের ওপর ভর করছে। কোটা আন্দোলনে সুবিধা করতে না পেরে বিএনপি এখন শিক্ষার্থীদের ইনোসেন্ট নিরাপদ সড়কের দাবির আন্দোলনে সওয়ার হয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম দাবি করেছেন আওয়ামী লীগ অফিসে নাকি সাতজনকে আটকে রেখে আহত করা হয়েছে। শনিবার ফেসবুকের ভিডিও পোস্টের প্রতি সমর্থন জানিয়ে তিনি (মির্জা ফখরুল) প্রমাণ করেছেন যে ভিডিও পোস্টের অপপ্রচারে তাঁর এবং বিএনপির সংযোগ রয়েছে। আওয়ামী লীগ অফিসে হামলার সঙ্গেও মির্জা ফখরুল ইসলামের দলের সংযোগ রয়েছে দাবি করে তিনি বলেন, আজকে (রবিবার) আওয়ামী লীগ অফিসে হামলা করার জন্য বিএনপি-জামায়াত তাদের ছাত্র সংগঠনকে দিয়ে আক্রমণ সাজিয়েছিল। আওয়ামী লীগ অফিসের পেছন থেকেও আক্রমণ করার চেষ্টা হয়েছিল, এটা আপনারাসহ (সাংবাদিক) অনেকেই দেখেছেন। মির্জা ফখরুল ইসলাম আওয়ামী লীগ অফিসে হামলার নির্দেশ দিয়ে উল্টো আওয়ামী লীগের ওপর দোষ চাপাচ্ছে। তিনি বলেন, এই আওয়ামী লীগ অফিস শেখ হাসিনার অফিস। এখানে হামলা করার দুঃসাহস তারা দেখিয়েছে। আওয়ামী লীগ বারবার ষড়যন্ত্রের শিকার হয়েছে ॥ এ দিকে সকালে শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে বনানীর কবরস্থানে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য থেকে ধানম-িতে আওয়ামী লীগের কার্যালয় লক্ষ্য করে হামলা হয়েছিল বলেই প্রতিরোধ করা হয়েছিল। রাস্তায় দাঁড়িয়ে আওয়ামী লীগ অফিসের দিকে গোলাগুলি করতে করতে আসবেন, তাদেরকে কি বল প্রয়োগ করবে না? এ সময় অশুভ শক্তিকে প্রতিরোধ করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
×