ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জলাবদ্ধতা নিরসনে গ্রামবাসীর মানববন্ধন

প্রকাশিত: ০৭:০০, ৫ আগস্ট ২০১৮

জলাবদ্ধতা নিরসনে গ্রামবাসীর মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৪ আগস্ট ॥ বড়াইগ্রামে ৫টি বিলের জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা। শনিবার বেলা ১১টার দিকে বড়াইগ্রাম উপজেলার উপলশহর উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করে দুই শতাধিক এলাকাবাসী ও শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, ওয়ার্ড ইউপি সদস্য নূর ইসলাম সিদ্দিকী, প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, সমাজসেবক মাখন মিয়া। এ সময় বক্তারা বলেন, টানা বর্ষণের ফলে উপজেলার উপলশহর, বিষ্ণপুর, নওপাড়া, লক্ষ্মীপুর, বিনোদ শাহ বিলে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে সারাবছর কোন ফসল ফলানো সম্ভব হচ্ছে না। এছাড়া একই কারণে উপলশহর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বিঘিœত হওয়াসহ, শতাধিক পরিবার তাদের বাড়ি ছেড়ে অন্যত্র অবস্থান নিয়ে বসবাস করতে বাধ্য হচ্ছে। এছাড়া ৯শ’ একর জমিতে কোন ফসল না হওয়ায় মানবতের জীবনযাপন করছেন ওই ৫টি বিলের আশপাশের মানুষ। বক্তারা দ্রুত সময়ের মধ্যে জলাবদ্ধতা নিরসনের জন্য প্রশাসনসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
×