ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে ভোটের ফল প্রত্যাখ্যান কয়েকটি রাজনৈতিক দলের

প্রকাশিত: ০৬:৫৩, ২৯ জুলাই ২০১৮

পাকিস্তানে ভোটের ফল প্রত্যাখ্যান কয়েকটি রাজনৈতিক দলের

পাকিস্তানের গত সপ্তাহের সাধারণ নির্বাচনের ফল প্রত্যাখান করে নতুন করে নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে বেশ কয়েকটি রাজনৈতিক দল। বুধবারের ওই নির্বাচনে পাকিস্তানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে। দুর্নীতির দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মুসলিম লীগ (পিএমএল-এন) দ্বিতীয় ও বিলাওয়াল ভুট্টোর পিপলস পার্টি (পিপিপি) তৃতীয় সর্বোচ্চ আসন জিতেছে। ভোটের পর তিন দিন পেরিয়ে গেলেও নির্বাচন কমিশন সবগুলো আসনের ফল ঘোষণা করতে পারেনি। এর মধ্যেই পিএমএল-এন ও মুত্তাহিদা মজলিস-ই-আমলসহ (এমএমএম) বেশ কয়েকটি দলের নেতারা একত্রিত হয়ে কারচুপির নির্বাচনের ফল প্রত্যাখ্যানের ঘোষণা দেন। খবর বিবিসি। শুক্রবার ইসলামাবাদের ওই যৌথ বৈঠকে নতুন ‘স্বচ্ছ নির্বাচনের’ দাবিতে বিক্ষোভের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন এমএমএম নেতা মাওলানা ফজলুর রেহমান। তিনি বলেন, নতুন করে নির্বাচন অনুষ্ঠানের দাবিতে আন্দোলন করতে পারি আমরা। অবশ্যই এর প্রতিবাদ জানানো হবে।
×