ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যুক্তিতর্ক পেশ অব্যাহত

প্রকাশিত: ০৬:২৯, ২৫ জুলাই ২০১৮

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় যুক্তিতর্ক পেশ অব্যাহত

স্টাফ রিপোর্টার ॥ একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় আসামিপক্ষে যুক্তিতর্ক পেশ অব্যাহত রয়েছে। মঙ্গলবার ছিল এ মামলার যুক্তিতর্ক পেশ করার ১০১তম দিন। রাজধানীর নাজিমউদ্দিন রোডে পুরনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে এ মামলার বিচার চলছে। মামলায় এ পর্যন্ত ৪৩ আসামির পক্ষে যুক্তিতর্ক পেশ শেষ হয়েছে। আসামি বিএনপি নেতা সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর পক্ষে তৃতীয় দিনের মতো যুক্তিতর্ক পেশ করেছেন তার আইনজীবী রফিকুল ইসলাম। ১৮ জুলাই এ আসামির পক্ষে যুক্তিতর্ক পেশ শুরু হয়। এ যুক্তিতর্ক পেশ অসমাপ্ত রয়েছে। মামলার পরবর্তী তারিখ ধার্য রয়েছে আজ ২৫ জুলাই। আসামি সালাম পিন্টুর আইনজীবীকে এ মামলার সঙ্গে প্রাসঙ্গিক বিষয়ে যুক্তিতর্ক পেশ করতে তাগিদ দেয় আদালত। মামলার সঙ্গে প্রাসঙ্গিক নয় এমন বিষয় অবতারণা করায় আসামিপক্ষের আইনজীবীর বক্তব্যের প্রতি আপত্তি জানিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন রাষ্ট্রপক্ষ। এর আগে এ মামলায় রাষ্ট্রপক্ষে ২২৫ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেয়। আসামিপক্ষে সাক্ষীদের জেরা করেছে। গত বছরের ৩০ মে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) সিআইডির বিশেষ পুলিশ সুপার আব্দুল কাহার আকন্দের জেরা শেষের মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ শেষ হয়। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন চীফ প্রসিকিউটর সৈয়দ রেজাউর রহমান, এ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল, বিশেষ পিপি মোঃ আবু আব্দুলাহ ভূঞা, আইনজীবী আকরাম উদ্দিন শ্যামল, এ্যাডভোকেট ফারহানা রেজা, এ্যাডভোকেট মোঃ আমিনুর রহমান, এ্যাডভোকেট ইমানুর রহমান, আবুল হাসনাত, আশরাফ হোসেন তিতাস প্রমুখ।
×