ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গলাচিপায় যৌতুক নিয়ে হামলা ॥ আহত ১০

প্রকাশিত: ০৬:২৯, ২৪ জুলাই ২০১৮

গলাচিপায় যৌতুক নিয়ে হামলা ॥ আহত ১০

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের বড়গাবুয়া গ্রামে যৌতুকের ২ লাখ টাকা চাওয়াকে কেন্দ্র করে একপক্ষের হামলায় অন্যপক্ষের ১০ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে। এ ঘটনায় গলাচিপা থানায় একপক্ষ মামলা দায়ের করেছে। স্থানীয় সূত্র জানায়, ওই গ্রামের মোশারেফ হাওলাদার তার স্ত্রী শিল্পী বেগমকে বাবার বাড়ি থেকে যৌতুক হিসেবে ২ লাখ টাকা আনার জন্য নানাভাবে চাপ সৃষ্টি করে। টাকা আনতে না পাড়ায় মোশারেফ তার স্ত্রী শিল্পী ও ছেলে ইমরানকে ব্যাপক মারধর করে। এ ঘটনা জানতে পেরে মোশারেফের ভায়রা ভাই গলাচিপা পৌরশহরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রফিক আকন, জামাতা জাকির কবিরাজ ও রফিকের স্ত্রী নাজমা বেগম ওই বাড়িতে যান। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মোশারেফের নেতৃত্বে তার ভাইয়েরাসহ ১০ থেকে ১২ জন দেশী অস্ত্র নিয়ে কুপিয়ে পিটিয়ে রফিক আকন, জাকির কবিরাজ, শিল্পী বেগম, ইমরান হোসেন ও নাজমা বেগমসহ অন্যদের আহত করে। আহতদের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত নাজমা বেগমকে বরিশাল শেরে এ বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×