ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পুতিনকে আমন্ত্রণ ॥ মেরকেলের সন্তোষ

প্রকাশিত: ০৪:৪০, ২২ জুলাই ২০১৮

পুতিনকে আমন্ত্রণ ॥ মেরকেলের সন্তোষ

জার্মান চ্যান্সেলর এ্যাঞ্জেলা মেরকেল শুক্রবার সাংবাদিকদের জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখায় তাদের ধন্যবাদ। রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খারাপ হওয়া সত্বেও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পুতিনকে ওয়াশিংটন সফরের যে আমন্ত্রণ জানিয়েছেন তাতে দু’জনকেই সাধুবাদ। নিউজউইক। মেরকেল বলেন, আমি মনে করি রুশ ও আমেরিকান প্রেসিডেন্ট একে অপরের সঙ্গে বৈঠক করে সম্পর্ক স্বাভাবিক করলেন। যেহেতুু এই দেশ দুটি ৯০ শতাংশ পারমাণবিক অস্ত্র ধারণ করে সেহেতু আমি মনে করি আমরা একটি খুব আকর্ষণীয়, উত্তেজনাপূর্ণ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে বাস করছি। বিশ্বব্যাপী সবকিছুই পরিবর্তিত হচ্ছে। এদিকে, প্রেসিডেন্ট পুতিন হেলসিঙ্কি থেকে মস্কো ফিরে তার এক সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন যে, ট্রাম্পের সঙ্গে বৈঠক সার্থক হয়েছে এবং এতে বেশ কয়েকটি সফল চুক্তি ও মতৈক্য প্রতিষ্ঠিত হয়েছে। গাজায় ফের ইসরাইলী হামলা গাজা সীমান্তে এক ইসরাইলী সৈন্য নিহতের পাল্টা জবাব হিসেবে হামাসের নিয়ন্ত্রণাধীন অঞ্চলটির বিভিন্ন সামরিক স্থাপনায় তীব্র আক্রমণ চালিয়েছে তেল আবিব। কয়েক মাস ধরে গাজা সীমান্তে চলা অস্থিরতায় এবারই প্রথম ইসরাইলী কোন সেনার নিহত হওয়ার খবর পাওযা যায়। গুলিতে গুরুতর জখম হওয়ার পর শুক্রবার সৈন্যটির মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে দেশটির সেনাবাহিনীও। ফিলিস্তিনী কর্তৃপক্ষ বলছে, তেল আবিবের পাল্টা আক্রমণে হামাসের তিন সদস্যসহ অন্তত চারজন নিহত হয়েছে। সীমান্তে বিক্ষোভ প্রদর্শনের সময় ইসরাইলী বাহিনীর গুলিতে চতুর্থ ব্যক্তির মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে তারা। বিবিসি।
×