ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মগবাজার এক্সচেঞ্জের অকেজো টেলিফোন চালু

প্রকাশিত: ০৬:০৬, ১৯ জুলাই ২০১৮

মগবাজার এক্সচেঞ্জের অকেজো টেলিফোন চালু

ঢাকা ওয়াসার ঠিকাদারের পানির পাইপ লাইন স্থাপন কাজে রাস্তা খননের সময় সিদ্ধেশ্বরী সার্কুলার রোড ও মালিবাগ মোড় এলাকার তিনটি টেলিফোন ক্যাবিনেটের আওতায় ১২০০ জোড়া ভূগর্ভস্থ প্রাইমারি ক্যাবল কাটা যাওয়ায় মালিবাগ, সিদ্ধেশ্বরী, এসবি সদর দফতর, সিআইডি সদর দফতর ও রাজারবাগ এলাকায় প্রায় ৫০০ টেলিফোন অকেজো হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত ক্যাবল মেরামতের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। আশা করা যায় আগামী ২/৩ দিনের মধ্যে টেলিফোনসমূহ পুনরায় চালু করা সম্ভব হবে। সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।-বিজ্ঞপ্তি বিমান বাহিনীর বৃক্ষরোপণ অভিযান শুরু জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচী ২০১৮-এর সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ বিমান বাহিনী অন্যান্য বছরের ন্যায় এ বছরও বৃক্ষরোপণের ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে। আর এ উপলক্ষে ভারপ্রাপ্ত বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক বুধবার বিমান সদর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করে ‘বাংলাদেশ বিমান বাহিনী বৃক্ষরোপণ অভিযান-২০১৮’ এর শুভ উদ্বোধন করেন। এ সময় বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ বিভিন্ন গাছের চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচীতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিমান সদরের পরিচালকগণ এবং উর্ধতন কর্মকর্তাগণও উপস্থিত ছিলেন। বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটসমূহেও একই ধরনের কর্মসূচী গ্রহণ করা হয়েছে। -আইএসপিআর
×