ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মার্কিন জনমত জরিপ

বারাক ওবামাই সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট

প্রকাশিত: ০৬:২০, ১৩ জুলাই ২০১৮

বারাক ওবামাই সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্রের পিউ রিসার্চ সেন্টারের নতুন জরিপ অনুযায়ী ৪০ শতাংশেরও বেশি মার্কিনী মনে করেন, তাদের জীবনে দেখা এখনও পর্যন্ত সেরা অথবা দ্বিতীয় সেরা প্রেসিডেন্ট হচ্ছেন বারাক ওবামা। সিএনএন ও দ্য হিল। জরিপে অংশ নেয়া নাগরিকদের এমন একটি উন্মুক্ত ফরমেটে জিজ্ঞাসা করা হয়েছে কোন প্রেসিডেন্ট তার জীবদ্দশায় সেরা কাজটি করেছেন। জরিপের ফলাফলের জন্য উত্তরদাতাদের প্রথম ও দ্বিতীয় পছন্দগুলো ব্যবহার করা হয়েছে। এতে ৪৪ শতাংশ আমেরিকান জানিয়েছেন, তাদের জীবদ্দশায় প্রেসিডেন্ট হিসেবে ওবামা হচ্ছেন সেরা অথবা দ্বিতীয় সেরা। অপর ৩৩ শতাংশ জানিয়েছেন বিল ক্লিনটন সেরা। ৩২ শতাংশ জানিয়েছেন তাদের জীবদ্দশায় রোনাল্ড রিগ্যান সেরা অথবা দ্বিতীয় সেরা প্রেসিডেন্ট। জরিপে অংশ নেয়া মাত্র ১৯ শতাংশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সেরা বলেছেন। ২০১৭ সাল থেকে তিনি ক্ষমতায়। জরিপে বলা হয়, আমেরিকানরা সেরা প্রেসিডেন্টের মতামতকে মূলত তাদের বয়সের সঙ্গে যুক্ত করে। পুরনো আমেরিকানরা রিগ্যানকে সেরা প্রেসিডেন্ট হিসেবে বেশি পছন্দ করে। ২০০০ সালে প্রাপ্তবয়স্ক হওয়াদের মধ্যে ৬২ শতাংশ বিশ্বাস করেন ওবামা তাদের জীবনে সবচেয়ে ভাল অথবা দ্বিতীয শ্রেষ্ঠ প্রেসিডেন্ট। অন্যদিকে দুটি পুরনো প্রজন্মের কাছে রিগ্যান সেরা প্রেসিডেন্ট। এই দুই প্রজন্মের দশজনের মধ্যে চারজন রিগ্যানকে পছন্দ করেছেন সেরা হিসেবে। পিউ মন্তব্য করেছে যে, অধিকাংশ প্রাপ্তবয়স্করা সে সময় জন্মেছেন যখন রিগ্যান প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তখন। জরিপে দেখা গেছে যে, দলীয় সীমানায় একটি বিভাজক বিদ্যমান। যেখানে ডেমোক্র্যাট ও ডেমোক্র্যাট সমর্থক নিরপেক্ষদের মধ্যে ৭২ শতাংশ জানিয়েছে, ওবামা সেরা প্রেসিডেন্ট অথাব দ্বিতীয় সেরা তাদের জীবদ্দশায় দেখা প্রেসিডেন্টদের মধ্যে। অন্যদিকে রিপাবলিকান ও রিপাবলিকান সমর্থকদের মধ্যে ৫৭ শতাংশ তাদের জীবদ্দশায় দেখা সেরা প্রেসিডেন্ট হচ্ছেন রিগ্যান। পিউ সার্ভে ৫ থেকে ১২ জুন প্রাপ্তবয়স্কদের মধ্যে দুই হাজার দুই জনের মধ্যে জরিপটি করে। জরিপে দুই দশমিক ছয় শতাংশ একটি ত্রুটির সীমা রাখা হয়। জরিপে অংশ নেয়াদের বর্তমান বয়স ছিল ২২ থেকে ৩৭। এরাই ওবামাকে সেরা নির্বাচিত করেছেন। এদের মধ্যে প্রতি দশজনের চারজনই ওবামাকে সেরা দু’জনের মধ্যে একজন বলেছেন।
×