ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজধানীর আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা ॥ নগদ অর্থ পুরস্কার

ভাল কাজের স্বীকৃতি পেল পুলিশ- লালবাগ ও তেজগাঁও সেরা বিভাগ

প্রকাশিত: ০৫:৫৫, ১৩ জুলাই ২০১৮

ভাল কাজের স্বীকৃতি পেল পুলিশ- লালবাগ ও তেজগাঁও সেরা বিভাগ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা বিধানসহ ভাল কাজের স্বীকৃতি হিসেবে এবার সেরা বিভাগের স্বীকৃতি পেয়েছে লালবাগ ও তেজগাঁও। বৃহস্পতিবার ডিএমপির বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যকে নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করেছেন ডিএমপির কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া। ডিএমপি সদর দফতরে দিনব্যাপী জুনের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ভাল কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেন কমিশনার। জুনে শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার এবিএম জাকির হোসেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার-পল্লবী জোন, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) মোঃ শাহীন ফকির-কামরাঙ্গীরচর থানা, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) কবির হোসেন হাওলাদার-ক্যান্টনমেন্ট থানা, শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (অপারেশনস্) মাহবুব আলম-কদমতলী থানা, শ্রেষ্ঠ এসআই যৌথভাবে এসআই আল আমিন-মিরপুর মডেল থানা ও এসআই আব্দুল জলিল-কদমতলী থানা। শ্রেষ্ঠ এএসআই যৌথভাবে এএসআই মাহবুবের রহমান-ভাসানটেক থানা ও এএসআই হেলাল উদ্দিন-মতিঝিল থানা। শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এএসআই আলাউদ্দিন-মিরপুর মডেল থানা, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার এসআই রুহুল আমিন-ডেমরা থানা, শ্রেষ্ঠ বিস্ফোরক উদ্ধারকারী অফিসার এসআই মোঃ আহসান হাবীব প্রিন্স মিরপুর মডেল থানা, শ্রেষ্ঠ মাদকদ্রব্য উদ্ধারকারী অফিসার এসআই আব্দুল জলিল-কদমতলী থানা এবং শ্রেষ্ঠ চোরাই গাড়ি উদ্ধারকারী অফিসার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ কবির হোসেন হাওলাদার-ক্যান্টনমেন্ট থানা। গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের শ্রেষ্ঠ বিভাগ হয়েছে ডিবি-উত্তর বিভাগ। ডিবির শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার হয়েছেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মহরম আলী-এয়ারপোর্ট জোনাল টিম, চোরাই গাড়ি উদ্ধারে পুরস্কৃত হয়েছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিশাত রহমান মিথুন গাড়ি চুরি উদ্ধার ও প্রতিরোধ টিম ডিবি-উত্তর, মাদকদ্রব্য উদ্ধারে পুরস্কৃত হয়েছেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ শাহাদত হোসেন সুমা-পল্লবী জোনাল টিম। অস্ত্র উদ্ধারে পুরস্কৃত হয়েছেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিশাত রহমান মিথুন গাড়ি চুরি উদ্ধার ও প্রতিরোধ টিম ডিবি-উত্তর, বিস্ফোরক দ্রব্য উদ্ধারে পুরস্কৃত হয়েছেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এ জেড এম তৈমুর রহমান অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিম, অজ্ঞানপার্টি ও মলমপার্টি গ্রেফতারে যৌথভাবে পুরস্কৃত হয়েছেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার রাহুল পাটওয়ারী, গাড়ি চুরি প্রতিরোধ টিম ডিবি-পশ্চিম ও সিনিয়র সহকারী পুলিশ কমিশনার নাদিয়া ফারজানা অর্গানাইজড ক্রাইম প্রিভেনশন টিম। ট্র্র্রাফিকের শ্রেষ্ঠ বিভাগ নির্বাচিত হয়েছে ট্র্রাফিক-পূর্ব বিভাগ। শ্রেষ্ঠ সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোছাঃ লুবনা মোস্তফা সিনিয়র সহকারী পুলিশ কমিশনার রামপুরা ট্রাফিক জোন, শ্রেষ্ঠ ট্রাফিক ইন্সপেক্টর- বিপ্লব ভৌমিক, রামপুরা ট্রাফিক জোন, শ্রেষ্ঠ টিএসআই/সার্জেন্ট যৌথভাবে হয়েছেন সার্জেন্ট মোঃ মাজেদুল হক ও সার্জেন্ট নাহিদুর রহমান-লালবাগ ট্রাফিক জোন ট্রাফিক-দক্ষিণ বিভাগ। ট্রাফিক সচেতনতামূলক কর্মসূচীর জন্য পুরস্কৃত হয়েছেন ট্রাফিক পূর্ব বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইদুল ইসলাম ও ট্রাফিক পূর্ব বিভাগের মতিঝিল জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মুহাম্মদ সরোয়ার হোসেন। বিট পুলিশিং কার্যক্রমে পুরস্কৃত হয়েছেন রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হক, তেজগাঁও বিভাগের তেজগাঁও জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন, কামরাঙ্গীরচর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন ফকির, মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন মীর ও গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ কাজী মিজানুর রহমান। বিশেষ পুরস্কারে পুরস্কৃতরা হয়েছেন- হত্যা মামলার রহস্য উদ্ঘাটন ও আসামি গ্রেফতারে সম্মিলিতভাবে পুরস্কৃত হয়েছেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার নাজমুল হাসান ফিরোজ, ডেমরা জোনাল টিম ডিবি-পূর্ব বিভাগ, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ শাহাদত হোসেন সুমা পল্লবী জোনাল টিম, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আতিকুল ইসলাম মতিঝিল জোনাল টিম ডিবি পূর্ব, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম সাকলায়েন ক্যান্টনমেন্ট জোনাল টিম ও এসআই শেখ মোঃ মোর্শেদ আলী কামরাঙ্গীরচর থানা। মাদক ব্যবসায়ী গ্রেফতার ও অস্ত্র উদ্ধারে পুরস্কৃত হয়েছেন, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মৃত্যুঞ্জয় দে সজল তেজগাঁও মোহাম্মদপুর জোন ও বনানী থানার অফিসার ইনচার্জ বিএম ফরমান আলী। ছিনতাইকারী গ্রেফতারে পুরস্কৃত হয়েছেন- সিনিয়র সহকারী পুলিশ কমিশনার কাজী রোমানা নাসরিন তেজগাঁও শিল্পাঞ্চল ট্রাফিক জোন, পুলিশ পরিদর্শক (তদন্ত) ক্যান্টনমেন্ট থানা কবির হোসেন হাওলাদার, এটিএসআই আব্দুর রাজ্জাক সবুজবাগ ট্রাফিক জোন, কনস্টেবল মোঃ নুরুল করিম ওয়েল ফেয়ার এ্যান্ড ফোর্স বিভাগ। প্রতারক গ্রেফতারে পুরস্কৃত হয়েছেন ॥ সহকারী পুলিশ কমিশনার ফজলুর রহমান, ধানম-ি জোনাল টিম ডিবি-দক্ষিণ, দস্যুতা মামলার আসামি গ্রেফতারে পুরস্কৃত হয়েছেন, পুলিশ পরিদর্শক (অপারেশন) সাইহান ওলিউল্লাহ-বনানী থানা, পুলিশ পরিদর্শক কাজী শরিফুল ইসলাম ডিবি-উত্তর, পুলিশ পরিদর্শক আনোয়ার আলম আজাদ ডিবি-পূর্ব ও এসআই হুমায়ন কবির রামপুরা থানা। জালটাকা উদ্ধারে পুরস্কৃত হয়েছেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার কাজী শফিকুল আলম ডিবি-উত্তর, শূটার গুলি ও ককটেলসহ আসামি গ্রেফতারে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমান দক্ষিণখান জোন, বিশেষ আসামি গ্রেফতারে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ কায়সার রিজভী উত্তরা জোনাল টিম, জঙ্গী গ্রেফতারে সহকারী পুলিশ কমিশনার মোঃ তহিদুল ইসলাম কাউন্টার টেররিজম, অশ্লীল ভিডিও আপলোডকারী গ্রেফতারে সহকারী পুলিশ কমিশনার সাইদ নাসিরুল্লাহ সাইবার সিকিউরিটি বিভাগ, ভুয়া ডিবি গ্রেফতারে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার কে এম শহীদুল ইসলাম সোহাগ ডিবি-পশ্চিম, গুরুত্বপূর্ণ মামলার চার্জশীট দাখিলে পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবু কুমার সাহা কামরাঙ্গীরচর থানা ও অপহরণকারী গ্রেফতারে এসআই অহিদুর রহমান মুগদা থানা। মাদকসেবীদের সেলাই মেশিন প্রদানের ব্যবস্থা করায় এসআই আব্দুল্লাহ আল মামুন বনানী থানা, চুরি মামলার আসামি গ্রেফতারে এসআই মিজানুর রহমান ভাটারা থানা, মোটরসাইকেল চোর গ্রেফতারে সার্জেন্ট আব্দুল কাদের মিরপুর ট্রাফিক জোন, ১৪৪ বিয়ারসহ বিদেশী গ্রেফতারে টিএসআই আব্দুল মান্নান খান উত্তরা ট্রাফিক জোন, হত্যা চেষ্টাকারী গ্রেফতারে এটিএসআই রফিকুল ইসলাম মতিঝিল ট্রাফিক জোন। বিশেষ ক্যাটাগরিতে পুরস্কার প্রাপ্তরা হচ্ছে ॥ অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এ্যান্ড অপস), যুগ্ম পুলিশ কমিশনার সদর দফতর, উপ-পুলিশ কমিশনার (ট্রান্সন্যাশনাল ক্রাইম, কাউন্টার টেররিজম, সাইবার সিকিউরিটি, স্পেশাল এ্যাকশন গ্রুপ আইএডি, ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগ, মিডিয়া, তেজগাঁও, রমনা, প্রটেকশন, প্রসিকিউশন, অর্থ, সদর দফতর ও প্রশাসন, কল্যাণ ও ফোর্স বিভাগ, ডিবি-পূর্ব, ডিবি-পশ্চিম) নির্বাহী ম্যাজিস্ট্রেট, সিস্টেম এ্যানালিস্ট ডিএমপি।
×