ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মেদ না কমালে চাকরি যাবে

প্রকাশিত: ০৬:২৬, ১২ জুলাই ২০১৮

মেদ না কমালে চাকরি যাবে

ভারতের পুলিশের সদস্যদের সতর্ক করে দিয়ে ঊর্ধতন একজন কর্মকর্তা বলেছেন, হয় নিজেদের মেদ-ভুঁড়ি কমান, নইলে চাকরি থেকে ছাঁটাই করা হবে। জানা গেছে, কর্ণাটক রাজ্যের রিজার্ভ পুলিশের প্রধান ভাস্কর রাও এ ধরনের হুঁশিয়ারি দিয়েছেন। শতাধিক পলিশ কর্মকর্তা গত দেড় বছরে অকালে মারা যাওয়ার পর এ ধরনের হুঁশিয়ারি দেন তিনি। মারা যাওয়া ওই কর্মকর্তারা নিয়ন্ত্রণহীনভাবে জীবন যাপনের কারণে অসুস্থ হয়ে মারা যান। ভাস্কর রাওয়ের অধীনে ১৪ হাজার পুলিশ কর্মরত রয়েছেন। তারা সবাই বড় ধরনের ঝুঁকিপূর্ণ মুহূর্তে মাঠে নামেন। কিন্তু ব্যায়াম এবং ডায়েট না করার কারণে অনেকেরই মেদ জমে গেছে। জানা গেছে, ইতোমধ্যেই মেদভুঁড়িওয়ালাদের চিহ্নিত করে ব্যায়াম করার পরামর্শ দেয়া হয়েছে। ভাস্কর বলেন, যাদের মেদভুঁড়ি হয়ে গেছে, স্বাস্থ্য পরীক্ষা করে দেখা হচ্ছে তাদের শরীরে চিনির মাত্রা কেমন। সে অনুযায়ী ব্যায়াম করার নির্দেশনা দেয়া হচ্ছে। তিনি আরও বলেন, যারা তার পরও সচেতন হবে না তাদের চাকরিচ্যুত করা হবে।-এনডিটিভি অবলম্বনে।
×